আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় একাধিক বিষয়ে সার্টিফিকেট কোর্স করার সুযোগ দিচ্ছে। সম্প্রতি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কেন্দ্রের ‘স্বয়ম্’ পোর্টালের মাধ্যমে কোর্সগুলি আয়োজন করা হয়েছে।
অর্থনীতি, শিক্ষা, হিন্দি, আইন, হোম সায়েন্স, গণজ্ঞাপন, রাষ্ট্রবিজ্ঞান, উর্দু, গণিত, ইতিহাস, কম্পিউটার সায়েন্স, প্রাণিবিদ্যা, ওয়াইল্ড লাইফ সায়েন্সেস, সোশ্যাল ওয়ার্ক, আরবি, ভাষাবিজ্ঞান, ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি-সহ আরও একাধিক বিষয় রয়েছে। সব মিলিয়ে ৪৮টি বিষয়ের বেশ কিছু অংশ পড়ানো হবে। ওয়াইল্ড লাইফ সায়েন্সেস এবং কম্পিউটার সায়েন্স-এর কোর্স দু’টি আট সপ্তাহের এবং বাকি কোর্সেগুলির মেয়াদ ১২ সপ্তাহ। আবেদনের প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।
আরও পড়ুন:
আবেদন করবেন কী ভাবে?
আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।