Advertisement
E-Paper

অ্যান্ড্রু ইউল অ্যান্ড কোম্পানিতে চাকরি, বেতন মিলবে মাসে ৩০ হাজারের বেশি

প্রতি মাসে বেতন দেওয়া হবে ৩২,১২৫টাকা। আবেদনের জন্য প্রার্থীর বয়স ৪৫ বছরের মধ্যে হওয়া দরকার।

শেষ আপডেট: ১৮ মে ২০২৩ ১৮:০৫
অ্যান্ড্রু ইউল অ্যান্ড কোম্পানিতে চাকরি।

অ্যান্ড্রু ইউল অ্যান্ড কোম্পানিতে চাকরি। ছবি: সংগৃহীত।

কেন্দ্রীয় সংস্থার অধীনে চাকরির সুযোগ। অ্যান্ড্রু ইউল অ্যান্ড কোম্পানিতে নেওয়া হবে কর্মী। সেই মর্মে সংস্থার ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

অ্যাসিস্ট্যান্ট অফিসার গ্রেড ২ পদে নেওয়া হবে কর্মী। চুক্তির ভিত্তিতে স্বল্প সময়ের জন্য রয়েছে কাজের সুযোগ। প্রথমে ৩ বছরের জন্য থাকবে কাজের মেয়াদ। আবেদনের জন্য প্রার্থীর বয়স ৪৫ বছরের মধ্যে হওয়া দরকার। পাশাপাশি, যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক হওয়া দরকার। এ ছাড়াও বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন। প্রতি মাসে বেতন দেওয়া হবে ৩২,১২৫ টাকা। শূন্যপদ রয়েছে ৪টি।

আবেদন প্রক্রিয়া:

প্রার্থীকে প্রথমে অ্যান্ড্রু ইউল অ্যান্ড কোম্পানির ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘কেরিয়ার অপারচুনিটি’-তে গিয়ে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যেতে হবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। যদি কোনও সমস্যা হয়, তা হলে বিজ্ঞপ্তিতে দেওয়া মেল আইডি-এর মাধ্যমে যোগাযোগ করা যাবে। আবেদনের শেষ দিন ৪ জুন।

নিয়োগ সংক্রান্ত বিষয় এবং অন্যান্য নিয়োগের বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে অ্যান্ড্রু ইউল অ্যান্ড কোম্পানির ওয়েবসাইটটি দেখতে পারেন।

Andrew Yule and Company Limited Job Vacancy Govt Job
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy