Advertisement
E-Paper

কলকাতায় প্রশিক্ষণমূলক কোর্স করার সুযোগ, কারা আবেদন করবেন?

ম্যানেজমেন্ট সায়েন্স ক্ষেত্রে কী ভাবে অপারেশনস রিসার্চ করা সম্ভব, সেই সমস্ত বিষয়ে প্রশিক্ষণ দেবে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ হাইজ়িন অ্যান্ড পাবলিক হেলথ।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৪ ১৫:৩৮
All India Institute of Hygiene and Public Health, Kolkata.

অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ হাইজিন অ্যান্ড পাবলিক হেলথ, কলকাতা। ছবি: সংগৃহীত।

কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠানে হাতেকলমে প্রশিক্ষণ দেওয়া হবে। বায়োমেডিক্যাল সায়েন্সেস নিয়ে স্নাতকোত্তর স্তরে পাঠরত কিংবা স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন, এমন ব্যক্তিরা ওই প্রশিক্ষণ নেওয়ার সুযোগ পাবেন। অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ হাইজিন অ্যান্ড পাবলিক হেলথের তরফে মোট ৩০ জন ব্যক্তিকে নিয়ে ‘ট্রেনিং ওয়ার্কশপ অন অপারেশনস রিসার্চ’ শীর্ষক ওই প্রশিক্ষণের ক্লাস করানো হবে। তাতে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং তথ্য বিশ্লেষকদের প্রযুক্তি ব্যবহারের ব্যাপারে দক্ষতা কী ভাবে বৃদ্ধি করা যেতে পারে, সেই বিষয়গুলি নিয়ে পর্যালোচনা চলবে।

প্রতিষ্ঠানের তরফে এই প্রশিক্ষণ কর্মসূচি সম্পর্কিত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তাতে বলা হয়েছে, কী ভাবে অপারেশনস রিসার্চ ফ্রেমওয়ার্ক কাজ করে, পিএইআরটি / সিপিএম-এর মতো বিষয় শেখানো হবে অংশগ্রহণকারীদের। পাশাপাশি, হাতেকলমে কোয়ান্টিটেটিভ টেকনিক বিষয়টিতেও প্রশিক্ষণ দেওয়া হবে। ১০ ফেব্রুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত নিয়মিত ক্লাস করার সুযোগ পাবেন অংশগ্রহণকারীরা।

এই প্রশিক্ষণ কর্মসূচিতে বায়োমেডিক্যাল সায়েন্সেস নিয়ে কর্মরত গবেষক এবং অধ্যাপকেরাও অংশগ্রহণের সুযোগ পাবেন। বাছাই করা প্রার্থীদের নিয়ে প্রতিষ্ঠানের বিধাননগর ক্যাম্পাসে ক্লাস হবে। নির্ধারিত দিনগুলিতে বেলা ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে ক্লাস। প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা ক্লাস শেষ হওয়ার পরে শংসাপত্র পাবেন।

আগ্রহীদের ৭ জানুয়ারির মধ্যে ইমেল মারফত আবেদনপত্র জমা দিতে হবে। সঙ্গে পাঠাতে হবে জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতা, কর্মজীবনের শংসাপত্রের মতো আনুষঙ্গিক নথি। ১৫ জানুয়ারির মধ্যে বাছাই করা আবেদনকারীদের ইমেল পাঠানো হবে।

Skill Development Course Training Courses in AIIHPH PG Course
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy