জঙ্গলমহলের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে সাঁওতাল উপজাতির বসবাস। এ ছাড়াও রাজ্যের বিভিন্ন অঞ্চলে এই জনোগোষ্ঠীর মানুষজন রয়েছেন। বর্তমানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে সাঁওতালি মাধ্যমে পরীক্ষা দিচ্ছে বহু পড়ুয়া। কিন্তু তার পরের যাত্রাপথটা তাঁদের জন্য কঠিন হয়ে পড়ছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে আগ্রহ হারাচ্ছেন তাঁরা। এ বার তাঁদের কথা ভেবেই উদ্যোগী রাজ্যের বাঁকুড়া বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় থেকে সাঁওতালি মাধ্যমেও স্নাতকস্তরে পড়াশোনা করতে পারবেন পড়ুয়ারা। এ জন্য আবেদন জানাতে হবে অনলাইনে।
বিশ্ববিদ্যালয়ে জাতীয় শিক্ষানীতি মেনে চালু হয়েছে চার বছরের স্নাতক অনার্স কোর্স এবং ক্রেডিট ফ্রেমওয়ার্ক। সাঁওতালি মাধ্যমে পাঠরতরা যাতে উচ্চশিক্ষা বা গবেষণা করতে পারেন, তাঁদের জন্য বিশ্ববিদ্যালয়ে স্নাতক পড়ানো হবে বেশ কয়েকটি বিষয়ে। যার মধ্যে রয়েছে ভূগোল, দর্শন, গণিত এবং পদার্থবিদ্যা।
আরও পড়ুন:
বিশ্ববিদ্যালয়ে ভূগোলের ও দর্শনে ২৮টি এবং গণিত ও পদার্থবিদ্যায় ৬০টি করে আসন রয়েছে। যেখানে রাজ্য সরকারের নিয়ম মেনে আসন সংরক্ষণ করা হবে।
সংশ্লিষ্ট বিষয়ের কোর্সগুলিতে আবেদনের জন্য পড়ুয়াদের যে কোনও স্বীকৃত বোর্ড থেকে দ্বাদশের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আগ্রহীদের এ জন্য রাজ্যের অভিন্ন ভর্তি পোর্টালের মাধ্যমে আবেদন জানাতে হবে। আবেদনের জন্য কোনও অর্থ জমা দিতে হবে না। আগামী ১৫ জুলাই আবেদনের শেষ দিন। এর পর মেধার ভিত্তিতে সংশ্লিষ্ট কোর্সে ভর্তি নেওয়া হবে। এই বিষয়ে বাকি তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে।