শিবপুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি (আইআইইএসটি)-এ স্বল্প মেয়াদে জন্য কর্মী নিয়োগ করা হবে। সম্প্রতি এই মর্মে নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে প্রতিষ্ঠানের তরফে। বিজ্ঞপ্তি অনুযায়ী, এ জন্য আগ্রহীদের অনলাইনে আবেদন করতে হবে।
প্রতিষ্ঠানে জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল এবং জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল পদে নিয়োগ হবে। শূন্যপদ দু’টি। চুক্তিভিত্তিক এই পদে প্রথমে ছ’মাস কাজের সুযোগ মিলবে। এর পর শর্তসাপেক্ষে এই মেয়াদ সর্বাধিক এক বছর পর্যন্ত বাড়ানো হতে পারে।
উভয় পদে আবেদনকারীর বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিতদের জন্য থাকবে ছাড়। নিযুক্তদের পারিশ্রমিক হবে মাসে ৫০,০০০ টাকা।
আরও পড়ুন:
জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল পদে আবেদনকারীদের সিভিল ইঞ্জিনিয়রিংয়ে বিই/ বিটেক-এ ফার্স্ট ক্লাস থাকতে হবে। প্রয়োজন ন্যূনতম দু’বছরের পেশাগত অভিজ্ঞতার। যাঁদের সিভিল ইঞ্জিনিয়রিংয়ে ডিপ্লোমাতে ফার্স্ট ক্লাস এবং পাঁচ বছরের পেশাগত অভিজ্ঞতা রয়েছে, তাঁরাও এই পদে আবেদন করতে পারবেন। একই ভাবে অন্য পদটিতে আবেদনের জন্যও যোগ্যতার অন্য মাপকাঠি রয়েছে, যা বিজ্ঞপ্তিতে বিশদ উল্লেখ করা হয়েছে।
আগ্রহীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত লিঙ্কে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। আগামী ১৭ জুলাই আবেদনের শেষ দিন। এর পর স্ক্রিনিং টেস্ট বা ইন্টারভিউয়ের মাধ্যমে সংশ্লিষ্ট পদে নিয়োগ হবে। এই বিষয়ে বাকি তথ্য জানতে প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে নিতে হবে।