বর্তমানে যে কোনও সংস্থায় এইচআরএম (হিউম্যান রিসোর্স ম্যানেজার)-এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সংস্থায় যোগ্য কর্মী নিয়োগ থেকে শুরু করে পারিশ্রমিক স্থির করা বা সংস্থার লভ্যাংশ বৃদ্ধি করা— সবই এইচআর দায়িত্বের মধ্যে পড়ে। কিন্তু এই পদে নিয়োগের জন্য প্রয়োজন নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতারও। এই বিষয়ে কোর্স করা যাবে সেন্ট জেভিয়ার্স কলেজ, কলকাতায়।
কলেজে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট (এইচআরএম)-এর কোর্সটি পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্স। এক বছরের কোর্সটি দু’টি সেমেস্টারে বিভক্ত। পাঠক্রমটিতে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের মৌলিক বিষয়, পারফরমেন্স ম্যানেজমেন্ট, এমপ্লয়মেন্ট রিলেশনস, কম্পেনসেশন অ্যান্ড রিওয়ার্ড ম্যানেজমেন্ট-সহ নানা বিষয় পড়ানো হবে।
সংশ্লিষ্ট কোর্সে আবেদন করতে পারবেন স্নাতক উত্তীর্ণ যে কোনও ব্যক্তি। পাশাপাশি, বিভিন্ন সংস্থায় কর্মরতরাও আবেদনের সুযোগ পাবেন।
আরও পড়ুন:
চলতি বছরের কোর্স শুরু ১২ তারিখ (সম্ভাব্য) থেকে। ক্লাস হবে সোম থেকে শুক্রবার সন্ধে ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত। শনিবার ক্লাস হবে বিকেল ৪টে থেকে সন্ধে ৭টা পর্যন্ত। কোর্স ফি ৬২,০০০ টাকা। যা দু’টি কিস্তিতে দেওয়া যাবে।
কোর্স শেষে পড়ুয়াদের পরীক্ষা এবং প্রেজ়েন্টেশনের মাধ্যমে মূল্যায়ন করা হবে। কোর্স যথাযথ ভাবে শেষ করতে পারলে পড়ুয়াদের শংসাপত্র দেওয়া হবে।
আগ্রহীদের এ জন্য কলেজের ওয়েবসাইটে গিয়ে আবেদন জানাতে হবে। আবেদন মূল্য বাবাদ জমা দিতে হবে ৬০০ টাকা। আগামী ৮ অগস্ট আবেদনের শেষ দিন। এর পর তাঁদের শিক্ষাগত যোগ্যতা, কাজের অভিজ্ঞতা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে কোর্সে ভর্তি নেওয়া হবে। এই বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে দেখে নেওয়া যাবে।