বায়োকেমিস্ট্রি বা প্লান্ট প্যাথোলজি-র মতো বিষয় নিয়ে পিএইচডি করতে চান? বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে সেই সুযোগ পাবেন। বিশ্ববিদ্যালয়ের তরফে ফ্যাকাল্টি অফ এগ্রিকালচার, ফ্যাকাল্টি অফ হর্টি কালচার এবং ফ্যাকাল্টি অফ এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং-এর বিভিন্ন বিষয়ে পিএইচডি ডিগ্রি কোর্স করানো হবে।
কী কী বিষয়ে পিএইচডি-র সুযোগ রয়েছে?
বায়োকেমিস্ট্রি, মলিকিউলার বায়োলজি অ্যান্ড বায়োটেকনোলজি, প্ল্যান্ট ফিজ়িয়োলজি, জেনেটিক্স অ্যান্ড প্ল্যান্ট ব্রিডিং, প্ল্যান্ট প্যাথোলজি, সিড সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এগ্রিকালচারাল মেটিরিয়োলজি, সয়েল সায়েন্স, এগ্রিকালচারাল কেমিক্যালস, সয়েল অ্যান্ড ওয়াটার কনজ়ারভেশন, এন্টোমোলজি, অ্যাগ্রোনমি, এগ্রিকালচারাল ইকোনমিক্স, এগ্রিকালচারাল এক্সটেনশন এডুকেশন, এগ্রিকালচারাল স্ট্যাটিস্টিক্স, অ্যানিমেল সায়েন্স, ভেজিটেবিল সায়েন্স, ফ্রুট সায়েন্স, পোস্ট হার্ভেস্ট ম্যানেজমেন্ট, ফ্লোরিকালচার অ্যান্ড ল্যান্ডস্কেপিং; প্ল্যান্টেশন, স্পাইসেস, মেডিসিনিয়াল অ্যান্ড অ্যারোমেটিক ক্রপস, ফার্ম মেশিনারি অ্যান্ড পাওয়ার ইঞ্জিনিয়ারিং, প্রসেসিং অ্যান্ড ফুড ইঞ্জিনিয়ারিং।
আরও পড়ুন:
কারা আবেদন করবেন?
কৃষি, উদ্যানবিদ্যা, এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরা পিএইচডি করার সুযোগ পাবেন। স্নাতকোত্তর স্তরে যাঁদের ৫০ শতাংশের বেশি নম্বর রয়েছে, তাঁরাই আবেদনের সুযোগ পাবেন।
কী ভাবে যোগ্যতা যাচাই?
লিখিত পরীক্ষার মাধ্যমে আবেদনকারীদের যোগ্যতা যাচাই করা হবে। ১ ঘন্টার মধ্যে ৬০টি মাল্টিপল চয়েস কোয়েশ্চন-এর (এমসিকিউ) উত্তর দিতে পারবেন পরীক্ষার্থীরা।
আবেদনের শর্তাবলি:
অনলাইনে আগ্রহীদের আবেদন জমা দিতে হবে। আবেদনের জন্য ৭ অক্টোবর পর্যন্ত বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের পোর্টাল চালু থাকবে। পরীক্ষার অ্যাডমিট কার্ড ১১ অক্টোবর থেকে পাওয়া যাবে। ২৯ অক্টোবর প্রবেশিকা নেওয়া হবে।
খরচ:
অনলাইনে আবেদনের জন্য ২,০০০ টাকা ফি দিতে হবে। পিএইচডি-র অ্যাডমিশন ফি হিসাবে ২৩,৮০০ টাকা থেকে ২৫,২০০ টাকা পর্যন্ত জমা দিতে হতে পারে। হস্টেলে থাকা-খাওয়ার খরচ আলাদা।