কালো ধোঁয়া, প্লাস্টিকের ব্যবহার বৃদ্ধি, গাছ কাটা—আরও কত কী! আর এই সবকিছুর ফল প্রাকৃতিক দুর্যোগ। গবেষণা বলছে এই দুর্যোগের ফলে শহরবাসীর ক্ষতির চাইতে বহুগুণ বেশি ক্ষতিগ্রস্ত হন গ্রামবাসীরা। নষ্ট হয়ে যায় ফসল। ভাঙে হাজার হাজার বাড়ি।
দূষণের মাত্রা রোধ করার লক্ষে কলেজ স্তরেই পাঠ দিতে আগ্রহী হল বীরভূমের শৈলজানন্দ ফাল্গুনী স্মৃতি মহাবিদ্যালয়। চলতি মাসের ৬ ও ৭ তারিখ দু’দিন ব্যাপী কর্মসূচির আয়োজন করা হয় কলেজের তরফে। যেখানে কলেজের পড়ুয়াদের ‘অ্যাওয়ারনেস প্রোগ্রাম ওন এনভায়রনমেন্টাল সাসটেইনিবিলিটি’-র পাঠ দেওয়া হয়। প্রতিষ্ঠানের অধক্ষ্যা ভাস্বতী ঘোষ বলেন, ‘‘যে হারে প্লাস্টিকের ব্যবহার বৃদ্ধি পাচ্ছে তাতে অনেক বেশি পরিবেশ দূষিত হচ্ছে। কলেজ স্তর থেকেই পড়ুয়ারা পরিবেশ দূষণ রোধের পাঠ পেলে পরবর্তীতে তাঁরাই এগিয়ে আসবে পরিবেশকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে’’।
আরও পড়ুন:
ওই কর্মসূচিতে ছিলেন প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ মান নিশ্চিতকরণ সেল (আইকিউএসি) কোঅর্ডিনেটর ইমরুল কায়েশ আলম সরকার, ভূগোল বিভাগের অধ্যাপক-সহ প্রতিষ্ঠানের আরও অধ্যাপকেরা। যাঁদের একটাই ছিল লক্ষ্য পড়ুয়াদের পরিবেশ রক্ষার পাঠ দেওয়া। এছাড়াও কাউন্সিল অফ সায়েন্টিফিক ইন্ডাস্ট্রিয়াল রিসার্চের এক বিজ্ঞানী বিশ্বজিৎ রুজ এই কর্মসূচিতে অংশ নিয়েছিলেন। তিনি প্লাস্টিকের অযথা ব্যবহার এবং তার ফলে পরিবেশ কতটা ধ্বংসের মুখে এগোচ্ছে সেই সব নিয়ে বিস্তারিত আলোকপাত করেন।
প্রতিষ্ঠানের প্রধান জানিয়েছেন, এই আলোচনার মধ্য দিয়ে পড়ুয়াদের মধ্যে সচেতনা বৃদ্ধির চেষ্টা করা হয়েছে। একমাত্র পরিবেশ রক্ষার মধ্য দিয়েই প্রাকৃতিক দুর্যোগকে অনেকাংশে আটকানো সম্ভব বলেও জানিয়েছেন তিনি।