Advertisement
০১ অক্টোবর ২০২৩
Birla Industrial and Technological Museum

একাধিক পদে নিয়োগ করবে বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজ়িয়াম, বেতন কত?

টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এ (ইলেকট্রনিক্স) এবং এডুকেশন অ্যাসিস্ট্যান্ট এ, পদে প্রতি মাসে বেতন মিলবে ২৯,২০০ টাকা থেকে ৯২,৩০০ টাকা।

 বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজ়িয়াম।

বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজ়িয়াম। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ৩০ মে ২০২৩ ১৫:২৩
Share: Save:

বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজ়িয়াম-এ রয়েছে একাধিক পদে কর্মখালি। সেই মর্মে মিউজ়িয়াম-এর ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এ (ইলেকট্রনিক্স), এডুকেশন অ্যাসিস্ট্যান্ট এ, টেকনিশিয়ান এ এবং অফিস অ্যাসিস্ট্যান্ট (গ্রেড ৩) পদগুলিতে নেওয়া হবে কর্মী।

টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এ (ইলেকট্রনিক্স) এবং এডুকেশন অ্যাসিস্ট্যান্ট এ পদে প্রতি মাসে বেতন মিলবে ২৯,২০০ টাকা থেকে ৯২,৩০০ টাকা। টেকনিশিয়ান এ এবং অফিস অ্যাসিস্ট্যান্ট (গ্রেড ৩) পদের ক্ষেত্রে প্রতি মাসে বেতন দেওয়া হবে ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা পর্যন্ত। এই পদের ক্ষেত্রে প্রার্থীর বয়স ২৫ বছরের মধ্যে হওয়া দরকার। বাকি অন্য পদগুলির ক্ষেত্রে ৩৫ বছরের মধ্যে বয়স থাকলে আবেদন করা যাবে।

টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এ (ইলেকট্রনিক্স) পদে আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং-এ ৩ বছরের ডিপ্লোমা থাকতে হবে। এডুকেশন অ্যাসিস্ট্যান্ট এ পদের ক্ষেত্রে পদার্থবিজ্ঞান নিয়ে স্নাতক উত্তীর্ণ হওয়া দরকার। সঙ্গে কেমিস্ট্রি/ গণিত/ ইলেকট্রনিক্স/ কম্পিউটার সায়েন্স/ অ্যাস্ট্রোনমি/ জিওলজি এবং পরিসংখ্যান বিষয়ের মধ্যে যে কোনও ২টি বিযয় হিসাবে থাকতে হবে। টেকনিশিয়ান এ পদে আবেদনের জন্য মাধ্যমিক উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি, আইটিআই (ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট)-এর শংসাপত্র থাকা দরকার। অফিস অ্যাসিস্ট্যান্ট (গ্রেড ৩) পদে কাজ করতে চাইলে প্রার্থীকে যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হতে হবে। হিন্দি/ ইংরেজি-তে কম্পিউটারে লেখার দ্রুততা থাকা প্রয়োজন।

আবেদন প্রক্রিয়া:

বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজ়িয়াম-এর ওয়েবসাইটে যাওয়া প্রয়োজন। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে গিয়ে অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। পাশাপাশি, আবেদন মূল্যও জমা দেওয়া দরকার। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ২৮ জুন।

নিয়োগ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজ়িয়াম-এর ওয়েবসাইটটি দেখতে পারেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE