বায়োলজিক্যাল সায়েন্সেস নিয়ে উচ্চ স্তরে পড়াশোনা করতে চান? জেআরএফ হিসাবে কাজের অভিজ্ঞতা রয়েছে? তা হলে খোঁজ নিতে পারেন বোস ইনস্টিটিউটে। প্রতিষ্ঠান পিএইচডি-র সুযোগ দিচ্ছে। মোট আসন সংখ্যা ৪৮।
বায়োলজিক্যাল সায়েন্সেস ছাড়াও কেমিক্যাল সায়েন্সেস, ফিজ়িক্যাল সায়েন্সেস বিভাগে গবেষণার সুযোগ রয়েছে। আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিভাগে স্নাতকোত্তর হতে হবে। এ ছাড়াও ইঞ্জিনিয়ারিং, বিজ্ঞান, টেকনোলজি কিংবা মেডিক্যাল শাখার যে কোনও বিষয়ে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর-সহ স্নাতকোত্তর বা সমতুল্য যোগ্যতা থাকা দরকার।
আরও পড়ুন:
প্রার্থীর বয়স ২৮ বছরের মধ্যে হতে হবে। এ ছাড়াও তাঁদের ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট), জয়েন্ট এন্ট্রান্স স্ক্রিনিং টেস্ট (জেস্ট)— এর মধ্যে যে কোনও পরীক্ষায় উত্তীর্ণ হওয়া আবশ্যক। প্রার্থীদের যোগ্যতা ইন্টারভিউয়ের মাধ্যমে যাচাই করা হবে।
আগ্রহীরা শুধুমাত্র অনলাইনে আবেদন জমা দিতে পারবেন। এর জন্য তাঁদের একটি ফর্ম পূরণ করে তার সঙ্গে যাবতীয় নথি নির্দিষ্ট পোর্টালের মাধ্যমে আপলোড করতে হবে। আবেদনের জন্য ২২ মে পর্যন্ত ওই পোর্টাল চালু থাকবে। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।