কলকাতা বিশ্ববিদ্যালয়ের এডুকেশন বিভাগে একটি বিশেষ গবেষণাধর্মী কাজ করার সুযোগ। বিশ্ববিদ্যালয়ে একটি আন্তর্জাতিক মানের গবেষণার প্রকল্পের কাজের হবে। সেখানে একাধিক গবেষক নিয়োগ করা হবে। আগ্রহীরা অনলাইনে আবেদন জানাতে পারবেন। বিজ্ঞপ্তি জারি হয়েছে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে।
সংশ্লিষ্ট বিভাগে গবেষণা প্রকল্পের কাজ হবে। প্রতিবন্ধকতাযুক্ত যুবকযুবতীদের স্বার্থে ডিজিটাল প্রযুক্তি কতটা কার্যকরী, তা-ই খতিয়ে দেখা হবে গবেষণা প্রকল্পে। এটি কলকাতা বিশ্ববিদ্যালয় এবং ইউনিভার্সিটি অফ আফ্রিকা-র যৌথ প্রকল্প।
প্রকল্পটিতে নিয়োগ হবে ফিল্ড ইনভেস্টিগেটর/ রিসার্চ ইন্টার্ন, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, পোস্ট ডক্টরেট ফেলো/ রিসার্চ অ্যাসোসিয়েট, প্রজেক্ট অ্যাডমিন/ প্রজেক্ট কোঅর্ডিনেটার, প্রজেক্ট টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট/ স্পেশালিস্ট পদে। মোট শূন্যপদের সংখ্যা ১৩। প্রকল্পে নিযুক্তদের প্রাথমিক ভাবে কাজের মেয়াদ থাকবে এক বছর। এর পর তহবিলের উপর নির্ভর সর্বাধিক তিন বছর প্রকল্পে কাজের সুযোগ পাবেন নিযুক্তেরা।
আরও পড়ুন:
সমস্ত পদে আবেদনকারীদের বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে। নিযুক্তদের কাজের দক্ষতা, যোগ্যতা, আংশিক/ পূর্ণ সময়/ দৈনিক / ঘন্টা প্রতি কাজের ভিত্তিতে পারিশ্রমিক ১৫,০০০ থেকে ২৫,০০০ টাকা অথবা ২৫,০০০থেকে ৩০,০০০ টাকা হবে।
প্রতি পদে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতার পৃথক মাপকাঠি রয়েছে, যা মূল বিজ্ঞপ্তিতে বিশদ জানানো হয়েছে।
আগ্রহীরা বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় জীবনপঞ্জি-সহ অন্য নথি পাঠিয়ে আবেদন করতে পারবেন। আগামী ১৫ সেপ্টেম্বর আবেদনের শেষ দিন। এর পর ইন্টারভিউয়ের মাধ্যমে সংশ্লিষ্ট পদে নিয়োগ হবে। এ বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।