রাষ্ট্রায়ত্ত সংস্থা পাওয়ারগ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডে কাজের সুযোগ। বুধবার এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সংস্থার ওয়েবসাইটে। জানানো হয়েছে, সংস্থায় অভিজ্ঞ পেশাদারদের নিয়োগ করা হবে। যোগ্যতা যাচাই করা হবে নিয়োগ পরীক্ষার মাধ্যমে। এ জন্য আগ্রহীরা অনলাইনে আবেদন জানাতে পারবেন। বুধবার থেকেই শুরু হয়ে গিয়েছে সে প্রক্রিয়া।
সংস্থায় নিয়োগ হবে ফিল্ড ইঞ্জিনিয়ার এবং ফিল্ড সুপারভাইসর পদে। মোট শূন্যপদের সংখ্যা ১৫৪৩। তবে তা পরিবর্তনসাপেক্ষ। নিযুক্তেরা সংস্থার ইলেকট্রিক্যাল, সিভিল এবং ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন বিভাগে কাজের সুযোগ পাবেন। নিযুক্তদের পোস্টিং হবে দেশের বিভিন্ন অঞ্চলে। তাঁদের দু’বছরের নির্ধারিত মেয়াদের জন্য সংস্থায় নিয়োগ করা হবে।
আরও পড়ুন:
উল্লিখিত পদগুলিতে আবেদনকারীদের বয়স ২৯ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। ফিল্ড ইঞ্জিনিয়ার এবং ফিল্ড সুপারভাইসর পদে নিযুক্তদের বেতন কাঠামো হবে মাসে যথাক্রমে ৩০,০০০ থেকে ১,২০,০০০ টাকা এবং ২৩,০০০ থেকে ১,০৫,০০০ টাকা। এ ছাড়াও মিলবে অন্য সুযোগসুবিধা।
সিভিল বিভাগে ফিল্ড ইঞ্জিনিয়ার হিসাবে কাজের জন্য আবেদনকারীদের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকে ৫৫ শতাংশ নিয়ে উত্তীর্ণ হতে হবে। থাকতে হবে এক বছরের পেশাগত অভিজ্ঞতা। একই ভাবে বাকি বিভাগের অন্য পদগুলির জন্যও রয়েছে যোগ্যতার অন্য মাপকাঠি।
সংশ্লিষ্ট পদে নিয়োগের জন্য কলকাতা-সহ দেশের বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে লিখিত পরীক্ষার আয়োজন করা হবে।
আবেদনে জানাতে প্রার্থীদের সংস্থার ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি জমা দিতে হবে। সংরক্ষিত শ্রেণিভুক্তেরা বাদে ফিল্ড ইঞ্জিনিয়ার এবং ফিল্ড সুপারভাইসর পদে আবেদনের জন্য যথাক্রমে ৪০০ এবং ৩০০ টাকা জমা দিতে হবে। আগামী ১৭ সেপ্টেম্বর আবেদনের শেষ দিন। নিয়োগের শর্তাবলি বিস্তারিত জানতে সংস্থার ওয়েবসাইট দেখে নিতে হবে।