আধুনিক স্মার্টফোন, কম্পিউটার-এর মতো ইলেকট্রনিক যন্ত্র চালানোর জন্য প্রয়োজন ভিএলএসআই চিপ নামক বিশেষ প্রযুক্তির। এই প্রযুক্তি কী ভাবে ডিজ়াইন করা যায় বা গড়ে তোলা যায়, তা-ই এ বার শেখানো হবে অনলাইনে। উদ্যোগী ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), হায়দরাবাদ। সাহায্য করবে একটি বেসরকারি সংস্থা।
আইআইটি হায়দরবাদের সেন্টার ফর কন্টিনিউয়িং এডুকেশন সংশ্লিষ্ট কোর্সের আয়োজন করবে। কোর্স আয়োজনে সহযোগিতা করবে বেসরকারি সংস্থা টাটা কনসালট্যান্সি সার্ভিসেস (টিসিএস) আইওন। এটি একটি অনলাইন সার্টিফিকেট প্রোগ্রাম। এই কোর্সের মাধ্যমে ইলেকট্রনিক্স অ্যান্ড সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিতে প্রয়োজনীয় ভিএলএসআই প্রযুক্তি গড়ে তোলার ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি করা হবে পড়ুয়াদের।
আরও পড়ুন:
সংশ্লিষ্ট কোর্সের ক্লাস শুরু আগামী ৮ অক্টোবর থেকে। আগামী ২৯ নভেম্বর পর্যন্ত চলবে ক্লাস। কোর্সের মেয়াদ দু’মাস। ক্লাস হবে ইংরেজি মাধ্যমে। অনলাইনে ক্লাস হলেও হাতেকলমে নানা জিনিস শেখানো হবে। সে জন্য প্রতিষ্ঠানের তরফে আয়োজন করা হবে বুটক্যাম্পের। কোর্সের ক্লাস করাবেন প্রতিষ্ঠানের অভিজ্ঞ শিক্ষক এবং বিভিন্ন সংস্থায় কর্মরত সংশ্লিষ্ট বিষয়ের বিশেষজ্ঞেরা। কোর্স শেষে ক্লাসে উপস্থিতির ভিত্তিতে পড়ুয়াদের শংসাপত্রও দেওয়া হবে।
আগ্রহীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ জমা দিতে হবে। আগামী ৩০ সেপ্টেম্বর আবেদনের শেষ দিন। এ বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।