নদিয়ার কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তরের সুযোগ। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের তরফে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। জানানো হয়েছে, ২০২৫-২৬ শিক্ষাবর্ষের জন্য এই ভর্তি প্রক্রিয়ার আয়োজন করা হচ্ছে। এ জন্য আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। যা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে।
বিশ্ববিদ্যালয়ের স্ট্যাটিস্টিক্স বিভাগের তরফে এই ভর্তি প্রক্রিয়ার আয়োজন করা হবে। এটি পাঁচ বছরের ইন্টিগ্রেটেড এমএসসি কোর্স। সংশ্লিষ্ট কোর্সে মোট ৩১টি শূন্য আসন রয়েছে। যেখানে সরকারি নিয়ম অনুযায়ী কিছু আসন সংরক্ষিতদের জন্য রাখা হবে।
আরও পড়ুন:
সংশ্লিষ্ট কোর্সে আবেদনের জন্য পড়ুয়াদের উচ্চমাধ্যমিক স্তরে থাকতে হবে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর। পাঠ্যক্রমে থাকতে হবে গণিত, ইংরেজির মতো বিষয়। তবে ২০২৩–২৪ শিক্ষাবর্ষের আগে উচ্চমাধ্যমিক উত্তীর্ণেরা এই কোর্সে আবেদন করতে পারবেন না।
আগ্রহীদের এর জন্য বিজ্ঞপ্তিতে উল্লিখিত লিঙ্কে ক্লিক করে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। আবেদনের শেষ দিন আগামী ৪ সেপ্টেম্বর। ক্লাস শুরু ৮ অক্টোবর থেকে। এ বিষয়ে বাকি তথ্য জানতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখে নিতে পারেন।