যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একটি অভিনব গবেষণামূলক কাজের সুযোগ। সম্প্রতি এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে। জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ের একটি স্কুলে অস্থায়ী ভাবে গবেষক নিয়োগ করা হবে। প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। এ জন্য প্রার্থীদের অনলাইনে আবেদন জানাতে হবে।
বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ কালচারাল টেক্সটস অ্যান্ড রেকর্ডস-এ প্রকল্পের কাজ হবে। প্রকল্পটির নাম ‘শব্দকল্প’। যেখানে বাংলায় ঐতিহাসিক অভিধান তৈরির কাজ হবে।
প্রকল্পে প্রজেক্ট ফেলো পদে নিয়োগ হবে। শূন্যপদ ন’টি। প্রাথমিক ভাবে প্রকল্পের নিযুক্ত ব্যক্তির কাজের মেয়াদ থাকবে এক বছর। সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের জন্য বয়সসীমা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি। নিযুক্তদের সাম্মানিক হবে মাসে ২০,০০০ টাকা।
আরও পড়ুন:
আবেদনকারীদের হিউম্যানিটিজ়/ কম্পিউটার সায়েন্স/ কম্পিউটার অ্যাপ্লিকেশন/ ইনফরমেশন টেকনোলজিতে স্নাতকোত্তরে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর থাকতে হবে। এ ছাড়াও যোগ্যতার অন্য মাপকাঠি ধার্য করা হয়েছে।
এ জন্য বিজ্ঞপ্তি অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন সেন্টার থেকে আবেদনপত্র সংগ্রহ করে তা পূরণ করে জমা দিতে হবে আগামী ২২ সেপ্টেম্বরের মধ্যে। এর পর ইন্টারভিউয়ের মাধ্যমে সংশ্লিষ্ট পদে নিয়োগ হবে। এ বিষয়ে আরও জানতে প্রার্থীদের মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।