রাজ্যের মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি (ম্যাকাউট, পূর্বতন ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ টেকনোলজি)-র বিভিন্ন বিভাগে কর্মী নিয়োগ করা হবে। এই মর্মে নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে। জানানো হয়েছে, প্রতিষ্ঠানের বিধাননগর ও হরিণঘাটা ক্যাম্পাসের প্রশাসনিক বিভাগের জন্য এই নিয়োগ। এ জন্য আগ্রহীরা অনলাইন এবং অফলাইন মাধ্যমে আবেদন জানাতে পারবেন।
বিশ্ববিদ্যালয়ে কনসালট্যান্ট বা পরামর্শদাতা নিয়োগ করা হবে। তাঁদের বিধাননগর ক্যাম্পাসের ইনস্পেকশন বিভাগ এবং হরিণঘাটা ক্যাম্পাসের রেজিস্ট্রার/ এগজ়ামিনেশন/ ফিন্যান্স/ ভাইস চ্যান্সেলর বা উপাচার্যের অফিসে কাজের সুযোগ মিলবে। বিজ্ঞপ্তিতে শূন্যপদের সংখ্যা জানানো হয়নি। নিযুক্তদের কাজের মেয়াদ থাকবে প্রাথমিক ভাবে এক বছর। এর পর সেই মেয়াদ বাড়ানো হতে পারে। শিক্ষাগত যোগ্যতা এবং কাজের অভিজ্ঞতার নিরিখে নিযুক্তদের পারিশ্রমিক হবে মাসে ২৫,০০০ থেকে ৩০,০০০ টাকা।
আরও পড়ুন:
সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের বয়স ৬৫ বছরের মধ্যে হতে হবে। পাশাপাশি তাঁদের সরকারি বা সরকার অধীনস্থ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত কর্মী হতে হবে। এ ছাড়াও যোগ্যতার অন্য মাপকাঠির কথা মূল বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এ জন্য জীবনপঞ্জি, কভার লেটার-সহ অন্যান্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত লিঙ্কে গিয়ে জমা দিতে হবে। এর পর বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় পাঠিয়েও আবেদন জানাতে হবে। অনলাইন এবং অফলাইনে আবেদনের শেষ দিন আগামী ২৮ অগস্ট এবং ১ সেপ্টেম্বর। নিয়োগের বিষয়ে বাকি তথ্য জানতে প্রার্থীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে নিতে হবে।