যাঁরা সঙ্গীত বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণ করতে চান, তাঁদের জন্য এ বার সুযোগ কলকাতা বিশ্ববিদ্যালয়ে। সেখানে শুরু হয়েছে স্নাতকোত্তরের ভর্তি প্রক্রিয়া। জারি করা হয়েছে বিজ্ঞপ্তি। ইতিমধ্যেই অনলাইন আবেদন প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে।
ঢাকুরিয়ার বেঙ্গল মিউজ়িক কলেজের পারফর্মিং আর্টস অ্যান্ড মিউজ়িক বিভাগে সঙ্গীতে স্নাতকোত্তরের ক্লাস হবে। আসন রয়েছে ৯১টি। যার মধ্যে সরকারি নিয়ম মেনে সংরক্ষিতদের জন্য রাখা হয়েছে কিছু আসন। পড়ানো হবে হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজ়িক, রবীন্দ্র সঙ্গীত এবং অন্য বাংলা গান।
বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কোর্সে দু’টি ভাগে ভাগ করে পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে। প্রথম বিভাগে যাঁরা এ বছর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকে সঙ্গীত নিয়ে উত্তীর্ণ হয়েছেন, তাঁদের জন্য স্নাতকোত্তরে আসন বরাদ্দ করা হবে। দ্বিতীয় বিভাগে ভর্তি নেওয়া হবে চলতি বছর বা তার আগে কলকাতা এবং অন্য বিশ্ববিদ্যালয় থেকে যে কোনও বিষয়ে স্নাতকে উত্তীর্ণদের।
আরও পড়ুন:
সঙ্গীতের স্নাতকোত্তরের জন্য আবেদন করতে পারবেন সঙ্গীতে অনার্স নিয়ে স্নাতক উত্তীর্ণেরা। সঙ্গীত বিষয়টি স্নাতকে না থাকলেও আবেদন করতে পারবেন পড়ুয়ারা। এ বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে মূল বিজ্ঞপ্তিতে।
এ জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন করতে পারবেন আগ্রহীরা। সংরক্ষিত এবং অসংরক্ষিতদের জন্য আবেদনমূল্যের পরিমাণ যথাক্রমে ১০০ এবং ২০০ টাকা। আগামী ৩০ অগস্ট আবেদনের শেষ দিন।
মেধার ভিত্তিতেই সংশ্লিষ্ট কোর্সে পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে। তবে অগ্রাধিকার পাবেন কলকাতা এবং অন্য বিশ্ববিদ্যালয় থেকে সঙ্গীতে অনার্স নিয়ে স্নাতক উত্তীর্ণরা। বাকি তথ্য বিশদ জানা যাবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে।