রাজ্যের মেডিক্যাল কলেজগুলিতে স্নাতকের জন্য দ্বিতীয় রাউন্ডের ভর্তি প্রক্রিয়া শুরু হল। বুধবার থেকে কাউন্সেলিংয়ের রেজিস্ট্রেশন প্রক্রিয়া করল ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সেলিং কমিটি (ডব্লিউবিএমসিসি)।
রাজ্যের মেডিক্যাল কাউন্সেলিং কমিটির দ্বিতীয় রাউন্ডে যোগদানের জন্য পড়ুয়াদের wbmcc.nic.in -ওয়েবসাইটে গিয়ে নিজেদের নাম নথিভুক্ত করতে হবে। নিট ইউজি-র প্রাপ্ত র্যাঙ্কের মাধ্যমেই কাউন্সেলিংয়ে যোগ দেওয়ার সুযোগ পান পড়ুয়ারা। এ বছর নিট ইউজি উত্তীর্ণ ১১,১৭৮ জন কাউন্সেলিংয়ে যোগ দেবেন। ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে প্রথম রাউন্ডের কাউন্সেলিং। যাঁরা এখনও কোনও কলেজে ভর্তির সুযোগ পাননি, তাঁরা দ্বিতীয় রাউন্ডের জন্য রেজিস্টার করতে পারবেন।
আরও পড়ুন:
দ্বিতীয় রাউন্ডের কাউন্সেলিং শুরু বুধবার থেকেই। আগ্রহীরা আবেদন জানাতে পারবেন ২৯ অগস্ট বিকেল ৪টে পর্যন্ত। এই সময়ের মধ্যে পড়ুয়াদের সংশ্লিষ্ট ওয়েবসাইটে নিজেদের নাম নথিভুক্ত করে, নথি জমা দিয়ে, আবেদনমূল্য জমা দিতে হবে। বরাদ্দ আসনের জন্য পড়ুয়াদের নথি যাচাই করা হবে আগামী ২৮ থেকে ৩০ অগস্টের মধ্যে।
নথি যাচাইকরণের পর নির্বাচিতদের নাম ঘোষণা করা হবে ১ সেপ্টেম্বর দুপুর ২টোর পর। এর পর তাঁদের অনলাইনে পছন্দের কলেজ এবং বিষয় বেছে নেওয়া জন্য চয়েস ফিলিং এবং চয়েস লকিংয়ের জন্য সময় দেওয়া হবে ১ থেকে ৩ সেপ্টেম্বরের মধ্যে। আসন বরাদ্দের ফল ঘোষণা করা হবে ৮ সেপ্টেম্বর। এর পর বরাদ্দ আসনের ভিত্তিতে নির্ধারিত কলেজে ভর্তির জন্য পড়ুয়াদের ৯ থেকে ১১ সেপ্টম্বরের মধ্যে সমস্ত নথি নিয়ে উপস্থিত থাকতে হবে।
উল্লেখ্য, রাজ্যের মেডিক্যাল এবং ডেন্টাল কলেজগুলিতে স্নাতকে ভর্তি নেয় ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সেলিং কমিটি (ডব্লিউবিএমসিসি)। নিট ইউজি-র মাধ্যমে রাজ্যের জন্য বরাদ্দ ৮৫ শতাংশ কোটার মাধ্যমে পশ্চিমবঙ্গের বিভিন্ন কলেজে পড়ার সুযোগ পান পড়ুয়ারা।