রাষ্ট্রায়ত্ত সংস্থা অ্যান্ড্রু ইয়ুল অ্যান্ড কোম্পানি লিমিটেড-এ উচ্চপদে কর্মখালি। এমনটা জানিয়ে সংস্থার তরফে নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জানানো হয়েছে, সংস্থায় দু’টি বিভাগে কর্মী নিয়োগ করা হবে। নিযুক্তেরা কলকাতাতেই কাজের সুযোগ পাবেন। এ জন্য অনলাইন আবেদন গ্রহণ প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।
সংস্থার চা এবং হিউম্যান রিসোর্স ও লিগ্যাল বিভাগের জন্য এই নিয়োগ হবে জেনারেল ম্যানেজার অথবা এগজ়িকিউটিভ ডিরেক্টর পদে। শূন্যপদের সংখ্যা দুই। তাঁদের কলকাতার কার্যালয়ে জেনারেল ডিভিশন এবং টি ডিভিশনে পোস্টিং দেওয়া হবে। দু’টি চুক্তিভিত্তিক পদে নিযুক্তদের কাজের মেয়াদ থাকবে ৩ বছর।
আরও পড়ুন:
জেনারেল ম্যানেজার অথবা এগজ়িকিউটিভ ডিরেক্টর পদের মধ্যে যে পদে নিয়োগ হবে, তার ভিত্তিতে আবেদনকারীদের বয়স হতে হবে ৫২ বা ৫৭ বছরের মধ্যে। পদমর্যাদার ভিত্তিতে নিযুক্তদের পারিশ্রমিক হবে মাসে ১ লক্ষ ৬১ হাজার টাকা বা ১ লক্ষ ৯৪ হাজার টাকা।
দু’টি পদের জন্যই নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি ন্যূনতম ১৮ বা ২০ বছরের পেশাগত অভিজ্ঞতাও প্রয়োজন। মূল বিজ্ঞপ্তিতে এ বিষয়ে বিশদ উল্লেখ করা হয়েছে।
আগ্রহীদের সংস্থার ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। আবেদনের শেষ দিন আগামী ৯ সেপ্টেম্বর। এর পর ইন্টারভিউয়ের মাধ্যমে সংশ্লিষ্ট পদগুলিতে কর্মী নিয়োগ করা হবে। নিয়োগের শর্তাবলি বিস্তারিত জানার জন্য সংস্থার ওয়েবসাইট দেখে নিতে হবে প্রার্থীদের।