ফলপ্রকাশের সাতদিনের মাথায় নির্ধারিত সময়েই শুরু হল রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স এগজ়ামিনেশন (ডব্লিউবিজেইই)-এর কাউন্সেলিং প্রক্রিয়া। রাজ্যের একাধিক কলেজে কাউন্সেলিংয়ের ভিত্তিতে পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে। সে সংক্রান্ত সিট ম্যাট্রিক্স প্রকাশ করা হল রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স এগজ়ামিনেশন বোর্ড (ডব্লিউবিজেইইবি)-র তরফে।
গত ২২ অগস্ট প্রকাশিত হয়েছে রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল। একই দিনে ঘোষণা করা হয়েছে পরীক্ষায় উত্তীর্ণদের জন্য কাউন্সেলিংয়ের সূচিও। সেই ঘোষণা অনুযায়ী, ২৮ অগস্ট, বৃহস্পতিবার থেকে শুরু হল কলেজে ভর্তির কাউন্সেলিং প্রক্রিয়া। কাউন্সেলিং প্রক্রিয়া সম্পন্ন হবে দু’টি রাউন্ডে।
এ বছর কাউন্সেলিংয়ের মাধ্যমে রাজ্যের কলেজগুলিতে বিই, বিটেক, বিআর্ক এবং বিফার্ম কোর্সে মোট ৫১,৯৫২টি আসনে ভর্তি হওয়া যাবে। গত বছর যে সংখ্যাটা ছিল ৪৪,৯৬৮। রাজ্য জয়েন্ট পরীক্ষায় উত্তীর্ণেরা সরকারি, সরকার পোষিত, স্বঅর্থপুষ্ট বা বেসরকারি কলেজে ভর্তি হতে পারবেন। প্রকাশিত সিট ম্যাট্রিক্সে কোন কলেজের, কোন বিভাগে, কোন শ্রেণির পড়ুয়ারা ভর্তি হতে পারবেন, তার বিস্তারিত তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন:
পরীক্ষায় উত্তীর্ণেরা রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের ওয়েবসাইট https://wbjeeb.in/ -এ গিয়ে কলেজে ভর্তির জন্য নাম নথিভুক্ত করতে পারবেন। র্যাঙ্ক অনুযায়ী বেছে নিতে পারবেন পছন্দের কলেজ। এই প্রক্রিয়া চলবে ২৮ অগস্ট থেকে ১ সেপ্টেম্বরের মধ্যে। তবে পছন্দের কলেজ বাছাইয়ে কোনও পরিবর্তন করতে চাইলে এবং ‘চয়েস লক’ করতে চাইলে ১ সেপ্টেম্বরই করতে হবে।
কাউন্সেলিংয়ের প্রথম রাউন্ডের জন্য ‘সিট অ্যালটমেন্ট’ বা আসন বরাদ্দ সংক্রান্ত ঘোষণা করা হবে ৩ সেপ্টেম্বর। কলেজে বাছাই করা আসনে ভর্তি, সংশ্লিষ্ট কলেজে সমস্ত নথি নিয়ে রিপোর্টিং করতে হবে ৩ থেকে ৭ সেপ্টেম্বরের মধ্যে।
এর পর দ্বিতীয় রাউন্ডের কাউন্সেলিংয়ের ফল ঘোষণা করা হবে ৯ সেপ্টেম্বর। কলেজে বাছাই করা আসনে ভর্তি, সংশ্লিষ্ট কলেজে সমস্ত নথি নিয়ে রিপোর্টিং করতে হবে ৯ থেকে ১১ সেপ্টেম্বরের মধ্যে।
উল্লেখ্য, চলতি বছরে ২৭ এপ্রিল হয়েছিল রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা। শুক্রবার পরীক্ষা শেষের ১১৭ দিনের ফল ঘোষণা করল রাজ্য জয়েন্ট এন্ট্রান্স এগজ়্যাম বোর্ড। পরীক্ষা দেন ১,০১, ৬৪৩ জন। উত্তীর্ণ হয়েছেন ১,০০,৫০২ জন।