প্রাণিবিদ্যা নিয়ে উচ্চশিক্ষা গ্রহণের ইচ্ছা রয়েছে? তা হলে খোঁজ নিতে পারেন কলকাতা বিশ্ববিদ্যালয়। সম্প্রতি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে।
২০২৫ শিক্ষাবর্ষের জন্য ভর্তি শুরু হয়েছে। মোট আসন সংখ্যা ৩৪টি। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে প্রাণিবিদ্যায় স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্ন হতে হবে। পাশাপাশি, ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট, গ্র্যাজুয়েট অ্যাপ্টিটিউড টেস্ট উত্তীর্ণ হওয়া চাই। সংশ্লিষ্ট বিষয়ে এমফিল করা থাকলেও আবেদন করা যাবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখুন।
আরও পড়ুন:
কী ভাবে আবেদন করবেন?
কলকাতা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যাওয়া প্রয়োজন। বিজ্ঞপ্তিতে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। সঙ্গে দিতে হবে আবেদনমূল্য হিসাবে
১০০ টাকা। ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদনপত্র জমা দেওয়া যাবে। ১৮ ফেব্রুয়ারি ইন্টারভিউয়ের দিন। ২৪ ফেব্রুয়ারি বাছাই করা প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হবে। এই সংক্রান্ত সবিস্তার তথ্য এবং শর্তাবলি জানতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি দেখতে পারেন।