কলকাতা বিশ্ববিদ্যালয়ে ম্যানগ্রোভ সংরক্ষণ সংক্রান্ত একটি গবেষণাধর্মী প্রকল্পে কাজের সুযোগ রয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে সে সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। একটি আন্তর্জাতিক অনুদান প্রকল্পের অর্থ সহায়তায় পরিচালিত হবে গবেষণা প্রকল্পটি। পড়ুয়ারা এই প্রকল্পে ইন্টার্নশিপের সুযোগ পাবেন। এর জন্য অনলাইনে আবেদন জানাতে পারবেন আগ্রহীরা।
বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগে প্রকল্পের কাজ হবে। প্রকল্পটি অস্ট্রেলিয়ান অ্যালুমনি গ্রান্ট স্কিম (এএজিএস)-এর অর্থপুষ্ট। প্রকল্পের কাজ চলবে ন্যূনতম ছ’মাস ধরে।
প্রকল্পে নিয়োগ হবে ইন্টার্ন পদে। বিজ্ঞপ্তিতে শূন্যপদের বিষয়ে কিছু জানানো হয়নি। নিযুক্ত ব্যক্তিকে এর জন্য ফিল্ড ওয়ার্কে যেতে হবে। এ ছাড়া ল্যাবরেটরিতেও কাজ করতে হবে। নিযুক্ত ব্যক্তির বৃত্তি পরিমাণ হবে ৫০০০ টাকা প্রতি মাসে। যথাযথ ভাবে কাজ শেষ করে প্রেজ়েন্টেশন এবং ‘প্রোগ্রেস রিপোর্ট’ জমা দিতে পারলে ইন্টার্নশিপ সম্পূর্ণ করার শংসাপত্রও দেওয়া হবে।
আরও পড়ুন:
-
মঙ্গলবার উচ্চ মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা, ভয়ভীতি কাটিয়ে কোন উপায়ে ভাল ফল সম্ভব?
-
উচ্চ মাধ্যমিকে মনোবিদ্যা পরীক্ষার জন্য কী কী গুরুত্বপূর্ণ? ভাল ফলের চাবিকাঠিই বা কী?
-
বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার সুযোগ, ইন্টারভিউয়ের মাধ্যমে কোন বিভাগে নিয়োগ হবে?
-
কল্যাণীর এনআইবিএমজিতে সফটঅয়্যার ইঞ্জিনিয়ার পদে চাকরির সুযোগ, শূন্যপদ ক’টি?
-
দক্ষিণ দিনাজপুর জেলায় কাজের সুযোগ, কোন পদে কর্মী নিয়োগ করা হবে?
এর জন্য আবেদনকারীদের পরিবেশ বিজ্ঞান বা সম্পর্কিত বিষয়ে স্নাতকোত্তর উত্তীর্ণ হতে হবে। এ ছাড়া ম্যানগ্রোভ সংক্রান্ত জ্ঞান এবং কাজের অভিজ্ঞতা থাকলে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।
আগ্রহীদের মূল বিজ্ঞপ্তিতে দেওয়া আবেদন জানানোর লিঙ্কে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন করতে হবে। আবেদনের শেষ দিন ১০ মার্চ। এই বিষয়ে বিস্তারিত জানার জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।