বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় দিচ্ছে জাপানি ভাষা ও সাহিত্য নিয়ে স্নাতক স্তরে পড়াশোনার সুযোগ। তবে এ জন্য একটি প্রবেশিকায় উত্তীর্ণ হতে হবে। কমন ইউনিভার্সিটি এন্ট্রানস্ টেস্ট (কুয়েট ইউজি) শীর্ষক ওই পরীক্ষার মাধ্যমে উল্লিখিত বিষয়ে ভর্তির যোগ্যতা অর্জন করতে পারবেন আগ্রহীরা।
বিজ্ঞান, বাণিজ্য, কলা বিভাগের দ্বাদশ উত্তীর্ণ পড়ুয়ারা ওই বিষয় নিয়ে স্নাতক স্তরে ভর্তি হওয়ার সুযোগ পাবেন। জাপানি ছাড়াও বাংলা, হিন্দি, ওড়িয়া, সাঁওতালি, সংস্কৃত, ইংরেজি, ফরাসি, রাশিয়ান, ইন্দো-তিব্বতি, ফার্সি, জার্মান, কোরিয়ান, চাইনিজ় ভাষা ও সাহিত্য নিয়েও চার বছরের স্নাতক স্তরের কোর্সে ভর্তি নেবে বিশ্বভারতী।
আরও পড়ুন:
এ ছাড়াও ইতিহাস, ভূগোল, দর্শন, অর্থনীতি, রাশিবিজ্ঞান, পদার্থবিদ্যা, রসায়ন, প্রাণিবিদ্যা, গণিত, সমাজসেবা, কৃষিবিদ্যা, যোগ, রুরাল স্টাডিজ, এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি কালচার অ্যান্ড আর্কিয়োলজি, কম্পিউটার সায়েন্স, কম্পারেটিভ রিলিজ়িয়ন, শাস্ত্রীয় সঙ্গীত, রবীন্দ্র নৃত্য, ড্রামা অ্যান্ড থিয়েটার আর্টস, সেরামিক অ্যান্ড গ্লাস ডিজ়াইন-এর মতো একাধিক বিষয় নিয়ে স্নাতক স্তরে ভর্তি হওয়ার সুযোগ রয়েছে।
কুয়েট ইউজি ১১ থেকে ৩১ মে-এর মধ্যে আয়োজিত হতে চলেছে। আগ্রহীদের ৩০ জানুয়ারির মধ্যে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) ওয়েবসাইট মারফত আবেদনপত্র জমা দিতে হবে। পরীক্ষার ফল ঘোষণার পর বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের আবেদনের পোর্টাল চালু হতে চলেছে।