Advertisement
E-Paper

লাইব্রেরি সায়েন্স পড়ুয়াদের জন্য বিশেষ পেশার সুলুক সন্ধান, শুরু করবেন কী ভাবে?

প্রযুক্তি নির্ভরতার যুগে কলা বিভাগের বিষয়গুলি নিয়ে পঠনপাঠন এবং চর্চার কৌশল বদলেছে। তা নিয়ে কাজের সুযোগও বেড়েছে যথেষ্ট। কী ভাবে, তা নিয়েই রইল বিশেষ প্রতিবেদন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৫ ১৫:১৮
ডিজিটাল যুগে সাহিত্য, কবিতা, ইতিহাস চর্চা কী ভাবে করা হয়?

ডিজিটাল যুগে সাহিত্য, কবিতা, ইতিহাস চর্চা কী ভাবে করা হয়? — প্রতিনিধিত্বমূলক চিত্র।

গল্প, উপন্যাস, কবিতা বা ইতিহাস চর্চায় গতি এনেছে প্রযুক্তি। ডিজিটাল যুগে বিভিন্ন ধরনের বই সংরক্ষণ বা বিশেষ সফট্অয়্যার ব্যবহার করে বিরল তথ্য ডিজিটাইজেশনের মাধ্যমে সংস্কৃতি এবং ঐতিহ্য সংরক্ষণের কাজও সমান ভাবে এগিয়ে চলেছে। এই কাজের পোষাকি নাম ডিজিটাল হিউম্যানিটিজ়।

সভ্যতার ইতিহাস, বিভিন্ন জনজাতির ঐতিহ্য, সংস্কৃতির কাহিনি লেখা রয়েছে, এমন বই, প্রত্নতত্ত্ব সামগ্রীর সংরক্ষণের কলাকৌশল নিয়ে এই বিষয়ের বিশেষজ্ঞরা চর্চা করে থাকেন। এ ছাড়াও বিভিন্ন ভাষায় লেখা বই, নথি-র অনুবাদ, তার ডিজিটাইজেশন-এর কাজও এই ক্ষেত্রে বিশেষজ্ঞেরাই করে থাকেন।

ইনফরমেশন সায়েন্স, লাইব্রেরি সায়েন্স বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নেরা এই বিষয় নিয়ে চর্চা করতে পারবেন। এ ক্ষেত্রে দেশের কিছু বিশ্ববিদ্যালয় থেকে কোর্স কিংবা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় থেকে অনলাইনে ডিগ্রি অর্জনের সুযোগ রয়েছে।

এ ক্ষেত্রে মূলত গবেষণার কাজেই বেশিরভাগ পড়ুয়া আগ্রহী হয়ে থাকেন। তবে, এ ছাড়াও তথ্য ভান্ডারের রক্ষণাবেক্ষণ, প্রকাশনা সংস্থার সম্পাদক, ডেটা অ্যানালিস্ট হিসাবে চাকরির সুযোগ থাকে। তার জন্য আগ্রহীদের কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।

বই-এর ডিজিটাইজেশনের ক্ষেত্রে এসেছে বিবর্তন।

বই-এর ডিজিটাইজেশনের ক্ষেত্রে এসেছে বিবর্তন। — প্রতিনিধিত্বমূলক চিত্র।

কাজের অভিজ্ঞতা অর্জনের জন্য ইন্টার্নশিপ বা বিভিন্ন ওপেন সোর্স ডিজিটাল হিউম্যানিটিজ় প্রজেক্টে যোগদান করতে পারেন। প্রজেক্টগুলিতে মূলত বিরল তথ্যভান্ডারের অনুবাদের নথি, টেক্সট অ্যান্ড ডেটা মাইনিং, ডিজিটাল লাইব্রেরি নিয়ে কাজ করা এবং শেখার সুযোগ থাকে। এ ক্ষেত্রে দেশের কিংবা বিদেশের সাংস্কৃতিক জনজাতির ইতিহাস নিয়ে কাজ শুরু করা যেতে পারে। প্রয়োজনে এই বিষয়ে কাজ করেছেন, এমন অভিজ্ঞদের সাহায্যও নিতে পারেন।

এই বিষয়টি নিয়ে আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে ব্যাপক চর্চা থাকলেও দেশে এই বিষয়টি নিয়ে নির্দিষ্ট কিছু বিশ্ববিদ্যালয়ে কাজ চলছে। আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়গুলিতে স্নাতকোত্তর স্তরের কোর্স করার সুযোগ রয়েছে। তবে, দেশের মধ্যে কেরলের ডিজিটাল ইউনিভার্সিটি-র স্কুল অফ ডিজিটাল হিউম্যানিটিজ় অ্যান্ড লিবারাল আর্টসে মূলত গবেষণামূলক কাজ করানো হয়।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তরফে স্কুল অফ কালচারাল টেক্সটস অ্যান্ড রেকর্ডস-এর তরফে অনলাইনে একটি পোস্ট গ্র্যাজুয়েট সার্টিফিকেট কোর্স করার সুযোগ রয়েছে। সংশ্লিষ্ট কোর্সটি ইউজিসি ইনোভেটিভ প্রোগ্রামস স্কিমের অধীনে করানো হয়। চলতি শিক্ষাবর্ষে সম্প্রতি ওই কোর্সটিতে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে, আবেদনের শেষ দিন ২০ অক্টোবর।

Jadavpur University Cultural Heritage World Literature
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy