উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের ক্লাস কবে শুরু হবে তা বিজ্ঞপ্তি দিয়ে সমস্ত স্কুলের প্রধানশিক্ষকদের জানিয়ে দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এপ্রিলের প্রথম সপ্তাহ থেকেই শুরু করতে হবে ক্লাস। যা আগে শুরু হত মে মাসের শেষের দিকে।
চলতি বছরের শিক্ষাবর্ষ অনুযায়ী উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে নয়া পদ্ধতি মেনে। ইতিমধ্যেই একাদশ শ্রেণির দ্বিতীয় সিমেস্টারের পরীক্ষা চলছে। উচ্চ মাধ্যমিকের দ্বাদশের তৃতীয় ও চতুর্থ সিমেস্টার বাকি। আর এখানেই যাতে পড়ুয়াদের পড়াশোনা কোনও ভাবেই ক্ষতি বা সময় নষ্ট না হয় তার জন্যই এই সিদ্ধান্ত শিক্ষা সংসদের।
শিক্ষা সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন ‘‘আমরা সব সময় চেষ্টা করি এই নয়া পদ্ধতিতে যাতে ছাত্র ছাত্রীর কোনও অসুবিধা না হয়। তাই আমরা প্রধান শিক্ষকদের জানিয়েছি দ্রুত ক্লাস শুরু করতে।’’
উল্লেখ্য, চলতি বছর থেকেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে বছরে দু’বার। তৃতীয় সিমেস্টার হবে চলতি বছরের সেপ্টেম্বরে এবং চতুর্থ সিমেস্টার ’২৬-র মার্চে। এখানেই শিক্ষামহলের একাংশের প্রশ্ন, এখনও একাদশ শ্রেণির দ্বিতীয় সিমেস্টারের পরীক্ষা শেষ হয়নি। সে ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নির্দেশ অনুযায়ী এপ্রিল থেকেই ক্লাস শুরু করে দেবে পড়ুয়ারা। তখন তাদের একাদশের পরীক্ষার ফলাফলও প্রকাশ হবে না। ক্লাস শুরু করে দেওয়ার পর ফল প্রকাশে যদি কেউ অনুত্তীর্ণ হয় তার কী হবে!
শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ সাধারন সম্পাদক কিংকর অধিকারী বলেন, ‘‘অকৃতকার্যদের পুনরায় একাদশে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত মনোবিজ্ঞান সম্মত নয়। এতে ছাত্র-ছাত্রীদের উপর বিরূপ প্রভাব পড়বে। আমরা দাবি করছি, ফলপ্রকাশের পর এপ্রিলের তৃতীয় সপ্তাহ থেকে ক্লাস শুরু করা হোক। কেননা তার আগে প্র্যাকটিক্যাল পরীক্ষা রয়েছে। খাতা দেখার জন্য সময় লাগবে। দ্রুত ফল প্রকাশের পর ক্লাস শুরু হওয়া উচিত।’’
যেখানে শিক্ষা সংসদ বলেছে একাদশের সব বিষয়ে পাশ না করলে সে দ্বাদশ শ্রেণিতে উত্তীর্ণ হবে না। পাশাপাশি, পুনরায় একাদশ শ্রেণির প্রথম সিমেস্টার থেকেই পড়াশোনা করতে হবে।
দ্য পার্ক ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক সুপ্রিয় পাঁজা বলেন, ‘‘একাদশ শ্রেণির ফলাফল যে হেতু স্কুলের উপর নির্ভর করছে, তাই যত দ্রুত ফল প্রকাশ করা যায় ততই পড়ুয়াদের জন্য ভাল। কারণ, তৃতীয় ও চতুর্থ সিমেস্টারের জন্য খুবই কম সময় পাচ্ছে পরীক্ষার্থীরা। এপ্রিল থেকে ক্লাস শুরু হলে একটু হলেও বেশি সময় পাবে তাঁরা।’’