Advertisement
২৪ এপ্রিল ২০২৪
CLAT

ক্ল্যাট ২০২৩ এর অ্যাডমিট কার্ড প্রকাশিত হয়েছে

যে সমস্ত প্রার্থী ক্ল্যাট পরীক্ষার ফর্ম ফিল আপ করেছেন তাঁদের প্রবেশিকা পরীক্ষায় বসার জন্য অ্যাডমিট কার্ড সঙ্গে রাখা প্রয়োজন।

ক্ল্যাট।

ক্ল্যাট। প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০২২ ১১:৫৯
Share: Save:

কমন ল অ্যাডমিশন টেস্ট (ক্ল্যাট) ২০২৩-এর অ্যাডমিট কার্ড প্রকাশিত হয়েছে। কনসোর্টিয়াম অফ ন্যাশনাল ল ইউনিভার্সিটি-র অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে অ্যাডমিট কার্ড। যে সমস্ত প্রার্থী ক্ল্যাট পরীক্ষার ফর্ম ফিল আপ করেছেন তাঁদের প্রবেশিকা পরীক্ষায় বসার জন্য অ্যাডমিট কার্ড সঙ্গে রাখা প্রয়োজন।

ক্ল্যাট ২০২৩-এর অ্যাডমিট কার্ড ডাউনলোড করার আগে, প্রার্থীদের ১৭ ডিসেম্বর ২০২২ রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে বাছাই করতে হবে যে, তাঁরা কোন এনএলইউ (ন্যাশনাল ল ইউনিভার্সিটি)-তে যোগ দিতে চান। ন্যূনতম ৫টি পছন্দ বাছাই করে নিতে হবে প্রার্থী। যদিও, কতগুলি পছন্দ নির্বাচন করতে পারবেন তার কোনও উচ্চসীমা নির্ধারণ করা নেই।

এক নজরে দেখে নিন কী ভাবে ডাউনলোড করবেন অ্যাডমিট কার্ড

প্রথমে https://consortiumofnlus.ac.in/ এই ওয়েবসাইটে যেতে হবে শিক্ষার্থীদের।

এর পর ক্ল্যাট ২০২৩-এ যেতে হবে।

অ্যাডমিট কার্ড লিঙ্কটিতে যেতে হবে।

প্রয়োজনীয় তথ্য দিয়ে প্রার্থীদের লগ ইন করতে হবে।

লগ ইন করার পর প্রার্থীদের এনএলইউ-এর পছন্দ বাছাই করতে হবে।

পছন্দ বাছাই হয়ে যাওয়ার পর সাবমিট করতে হবে, এবং অ্যাডমিট কার্ড দেখতে পেয়ে যাবেন প্রার্থীরা।

পরবর্তী প্রয়োজনের জন্য অ্যাডমিট কার্ড ডাউনলোড করে প্রিন্ট আউট করে রাখতে পারেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

CLAT Admit Card Entrance Exam Law Lawyer
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE