কেমিক্যাল এবং বায়োলজিক্যাল সায়েন্সেস-এ উচ্চশিক্ষার ইচ্ছে থাকলে খোঁজ নিতে পারেন যাদবপুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজি-তে (আইআইসিবি)। প্রতিষ্ঠানের তরফে পিএইচডি ভর্তির জন্য বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্রীয় সংস্থা কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (সিএসআইআর) অধীনস্থ এই প্রতিষ্ঠান। জানানো হয়েছে, অনলাইনে আবেদন গ্রহণ করা হবে।
সিএসআইআর-আইআইসিবি-তে পিএইচডি-র ভর্তি প্রক্রিয়া আয়োজনের দায়িত্বে অ্যাকাডেমিক অফ সায়েন্টিফিক অ্যান্ড ইনোভেটিভ রিসার্চ (এসিএসআইআর)। প্রতিষ্ঠান থেকে ক্যানসার বায়োলজি অ্যান্ড ইনফ্ল্যামোটরি ডিসঅর্ডার, সেল বায়োলজি অ্যান্ড ফিজ়িওলজি, ইনফেকশস ডিজ়িসেস অ্যান্ড ইমিউনোলজি, ফার্মাকোলজি অ্যান্ড ড্রাগ ডিসকভারি, অরগ্যানিক অ্যান্ড মেডিসিন্যাল কেমিস্ট্রি, স্ট্রাকচারাল বায়োলজি অ্যান্ড বায়োইনফরমেটিক্স বিষয়ে গবেষণার সুযোগ মিলবে।
আরও পড়ুন:
আবেদন করার জন্য পড়ুয়াদের ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর নিয়ে বিজ্ঞান বিভাগে স্নাতকোত্তর পাশ করতে হবে। যাঁরা চার বছরের স্নাতকস্তরে পড়াশোনা করেছেন, তাঁদের ন্যূনতম ৭৫ শতাংশ থাকতে হবে। এ ছাড়াও রয়েছে যোগ্যতার অন্য মাপকাঠি।
আগ্রহীদের এসিএসআইআর-ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে পারবেন। আগামী ২১ অক্টোবর আবেদনের শেষ দিন। এ বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।