ন্যাশনাল এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউটে প্রজেক্ট অ্যাসোসিয়েট নিয়োগ করা হবে। নিযুক্তকে কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (সিএসআইআর) অধীনস্থ ওই গবেষণাগারের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট প্রজেক্টে কাজ করতে হবে। শূন্যপদ একটি।
মেরিন বায়োলজি, মেরিন সায়েন্স, ইকোলজি বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা অর্জন করেছেন, এমন ব্যক্তিরা উল্লিখিত পদে আবেদনের সুযোগ পাবেন। এ ক্ষেত্রে তাঁদের ফিল্ড ওয়ার্ক, ডেটা কালেকশন, স্যাম্পল অ্যানালিসিস নিয়ে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকা দরকার।
আরও পড়ুন:
নিযুক্তদের নির্দিষ্ট সময়ের চুক্তিতে কাজ করতে হবে। পারিশ্রমিক হিসাবে প্রতি মাসে ২৫ হাজার টাকা থেকে ৩১ হাজার টাকা দেওয়া হবে। তাঁদের বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে।
আগ্রহীরা অনলাইনে আবেদন জমা দিতে পারবেন। আবেদনের শেষ দিন ৩ অক্টোবর। বাছাই করা প্রার্থীদের অনলাইনে ইন্টারভিউ নেওয়া হবে।