উচ্চশিক্ষার সুযোগ বালুরঘাটের দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের তরফে স্নাতকোত্তরে ভর্তির বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তাতে জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান ও কলা বিভাগের কিছু বিষয়ে স্নাতকোত্তর করতে পারবেন পড়ুয়ারা। এ জন্য অনলাইনে তাঁদের থেকে আবেদনপত্র জমা নেওয়া হবে।
বিশ্ববিদ্যালয়ের তরফে ২০২১-২০২২ শিক্ষাবর্ষ থেকেই নানা বিষয়ে স্নাতকোত্তর স্তরে শিক্ষাদান করা হয়। এ বছর কলা বিভাগে ইংরেজি এবং রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়ার সুযোগ রয়েছে। অন্য দিকে, বিজ্ঞান বিভাগে শুধুমাত্র গণিত নিয়ে পড়া যাবে। প্রতি বিষয়েই আসনসংখ্যা ৫০। অর্থাৎ সমস্ত বিভাগ মিলিয়ে মোট আসনসংখ্যা ১৫০। বিশ্ববিদ্যালয়ের ১০০ শতাংশ আসনে আবেদন জানাতে পারবেন যে কোনও প্রতিষ্ঠানের পড়ুয়ারাই।
আরও পড়ুন:
বিশ্ববিদ্যালয়ে চয়েস বেসড ক্রেডিট সিস্টেম (সিবিসিএস) পদ্ধতিতেই পাঠদান করা হবে। প্রতি বিষয়ে ভর্তির জন্য আবেদনকারীদের সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকে অনার্স নিয়ে উত্তীর্ণ হতে হবে। স্নাতক হতে হবে ২০২২ থেকে ২০২৫ সালের মধ্যেই। অন্যথা আবেদন করা যাবে না।
আগ্রহীরা এ জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে আবেদন জানাতে পারবেন। সমস্ত নথি-সহ আবেদন জানাতে হলেও কোনও আবেদনমূল্য জমা দিতে হবে না। আগামী ২০ অগস্ট আবেদনের শেষ দিন। এর পর মেধার ভিত্তিতে সমস্ত বিষয়ে পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে। এ বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।