কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে স্তরে পাঠ্যক্রমের বাইরে গিয়েও নানা সাম্প্রতিক বিষয় নিয়ে আলোচনা সভা, কর্মশালার আয়োজন করা হয়ে থাকে। শুধু কর্মশালাই নয়, সার্টিফিকেট কোর্সও করানো হয় বেশ কিছু প্রতিষ্ঠানে। বেশির ভাগ ক্ষেত্রেই সেই সব কর্মশালা অথবা কোর্সে যোগ দিতে পারেন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বাইরের পড়ুয়ারাও। শিক্ষার কড়চার এই প্রতিবেদনে রইল কিছু আলোচনা সভা, কর্মশালা এবং সার্টিফিকেট কোর্সের সুলুকসন্ধান।
১। অর্গানিক ফার্মিং অ্যান্ড সাসটেইনেবল এগ্রিকালচার—
বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের তরফে জৈব চাষ এবং সুস্থায়ী কৃষিকাজ বিষয়ে সার্টিফিকেট কোর্সের আয়োজন করা হয়েছে। প্রতিষ্ঠানের বায়োমেডিক্যাল ল্যাবরেটরি সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট-এর তরফে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
কোথায় হবে— অফলাইন ।
কবে— সপ্তাহে দু’দিন। শুক্রবার বিকেল ৪টে থেকে সন্ধ্যে ৭টা এবং শনিবার সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত।
কত দিন চলবে— তিন মাস।
কারা আবেদন করতে পারবেন— পড়ুয়া, কৃষি উদ্যোক্তা, কৃষক উৎপাদন সংস্থার যে কোনও কর্মী।
কোর্স মূল্য— ৫ হাজার টাকা।
আবেদন কী ভাবে— অনলাইনে।
আবেদনের শেষ দিন— ২২ ডিসেম্বর।
২। রিভার ক্রুজ সেমিনার—
নদীর জল পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং এ সংক্রান্ত সচেতনতা বৃদ্ধি করতে বিশেষ আলোচনা সভার আয়োজন করেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠানের সেন্টার ফর ডিজ়াস্টার প্রিপেয়ার্ডনেস অ্যান্ড ম্যানেজমেন্টের তরফে আয়োজন করা হয়েছে সেমিনারটি।
কোথায় হবে— অফলাইন ।
কবে— ৩১ জানুয়ারি ২০২৬।
কত দিন চলবে— একদিন।
কারা আবেদন করতে পারবেন— পড়ুয়া, গবেষক, শিক্ষকেরা।
রেজিস্ট্রেশন মূল্য— ৯৪৪ টাকা থেকে শুরু।
আবেদন কী ভাবে— অনলাইনে।
আবেদনের শেষ দিন— ১৫ জানুয়ারি।
৩। আরএনএ ইন্ডিয়া কলকাতা চ্যাপ্টার স্যালোঁ—
প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের তরফে সংশ্লিষ্ট বিষয়ের উপর ওয়েবিনার আয়োজন করা হয়েছে। প্রতিষ্ঠানের ‘ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্স’-র তরফে হবে ওয়েবিনারটি।
কবে— \৩ ডিসেম্বর।
কত দিন চলবে— একদিন।
কারা আবেদন করতে পারবেন— পড়ুয়া, গবেষক, শিক্ষকেরা।
আবেদন কী ভাবে— অনলাইনে।
আবেদনের শেষ দিন— উল্লেখ নেই।
আরও পড়ুন:
৪। শিক্ষাক্ষেত্রে কোভিড ১৯-র প্রভাব—
বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের তরফে করোনার পরবর্তী সময় শিক্ষাক্ষেত্রে কী কী প্রভাব পড়েছে সেই সংক্রান্ত বিস্তারিত আলোচনার আয়োজন করা হয়েছে।
কবে— ২৬ নভেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৫টা।
কত দিন চলবে— একদিন।
কারা আবেদন করতে পারবেন— পড়ুয়া, গবেষক, শিক্ষকেরা।
আবেদন কী ভাবে— অনলাইনে।
আবেদনের শেষ দিন— উল্লেখ নেই।
৫। বায়োইনফরমেটিক্সের অগ্রগতির উপর কর্মশালা—
সংশ্লিষ্ট বিষয়ের উপর বিশেষ কর্মশালার আয়োজন করা হয়েছে প্রতিষ্ঠানের তরফে। ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস-র অ্যানাটমি বিভাগের তরফে কর্মশালাটি হবে।
কবে— ৮ থেকে ১০ ডিসেম্বর।
কত দিন চলবে— তিন দিন।
কারা আবেদন করতে পারবেন— পড়ুয়া, গবেষক, শিক্ষকেরা।
আসন সংখ্যা: ৩০জন।
আবেদন কী ভাবে— অনলাইনে।
আবেদনের শেষ দিন— উল্লেখ নেই।