ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রেডিটেশন কাউন্সিল (নাক)-এর মূল্যায়নে যে সমস্ত কলেজ ভাল ফল করেছে, সেই সব কলেজের অধ্যক্ষদের পুরস্কৃত করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। নাক-এর মূল্যায়নে রাজ্যের ৫৪ কলেজ ‘এ প্লাস প্লাস’, ‘এ প্লাস’ এবং ‘এ’ গ্রেড পেয়েছে। শুধু কলেজের অধ্যক্ষদের নয়, যে সব কলেজের দায়িত্ব সামলান ভারপ্রাপ্ত শিক্ষকেরা তাঁদেরও সংবর্ধনা দেওয়া হয়। পুরস্কৃত করা হয় রাজ্যস্তরের মেন্টরদেরও।
২০২২ সালে ৫১৮ কলেজের মধ্যে ৬৩ কলেজ নাক-এর স্বীকৃত পেয়েছিল। চলতি বছরের অগস্ট মাসে ওই সংখ্যাটি বের হয়েছে ৩৭২। এর মধ্যে ৫৪ কলেজ ‘এ’ গ্রেড বা তার চেয়েও ভাল ফল করেছে।
আরও পড়ুন:
ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রেডিটেশন কাউন্সিল (নাক) বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশন প্রতিষ্ঠিত একটি স্বশাসিত সংস্থা। যারা উচ্চশিক্ষার মান বজায় রাখার জন্য কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিকে স্বীকৃতি দিয়ে থাকে। ২০১৭ সাল থেকে নাক কাজ শুরু করে। কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিকে নাক রেটিং-এর জন্য সাতটি মানদণ্ড স্থির করে দেওয়া হয়েছে।
শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, “আমরা চাই রাজ্যের সমস্ত কলেজ ও বিশ্ববিদ্যালয় নাক-এর স্বীকৃতি পাক। সে জন্য উচ্চশিক্ষা দফতর কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলির সমন্বয়ের মাধ্যমে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ করেছে। তার ফলস্বরূপ এই স্বীকৃতির সংখ্যা অনেকটা বৃদ্ধি পেয়েছে।”
২০২৩ সালে রাজ্যের তরফ থেকে বিভিন্ন জেলায় ২২টি কর্মশালার আয়োজন করা হয়। এর পাশাপাশি জেলা স্তরে বিভিন্ন কলেজে অফলাইন এবং অনলাইন দু’টি প্রক্রিয়ায় বিভিন্ন বৈঠক করা হয়।