Advertisement
৩০ এপ্রিল ২০২৪
Career Options in Radiography

চিকিৎসা বিজ্ঞানে রেডিয়োগ্রাফির ভূমিকা কী? কী ভাবে শুরু করবেন? রইল বিশেষজ্ঞের মতামত

রেডিয়োগ্রাফি আসলে চিকিৎসা বিজ্ঞানের কারিগরি বিভাগের একটি শাখা, যার সাহায্যে আধুনিক পরীক্ষা নিরীক্ষা করা হয়ে থাকে।

Radiography

প্রতীকী ছবি।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১২ জুলাই ২০২৩ ১১:৫৬
Share: Save:

চিকিৎসা ক্ষেত্রে অস্ত্রোপচার ছাড়াও আরও বিভিন্ন ক্ষেত্রে নবীন স্নাতকদের চাহিদা ক্রমশ বাড়ছে। সেই সমস্ত বিষয়গুলি নিয়ে পড়াশোনার সুযোগ রয়েছে কী না, সেই সম্পর্কে বেশ কিছু প্রশ্ন করা হয়েছিল রাধা গোবিন্দ কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতাল (আরজিকর)-এর কার্ডিওথোরাসিক অ্যান্ড ভাসকুলার সার্জারি বিভাগের সহকারি অধ্যাপক তথা চিকিৎসক সুমন চট্টোপাধ্যায়কে। তিনি কী কী জানালেন আনন্দবাজার অনলাইন-কে? রইল বিস্তারিত।

প্রশ্ন: রেডিয়োগ্রাফি বিষয়টি আসলে কী?

সুমন চট্টোপাধ্যায়: ইমেজিং টেকনোলজির সাহায্যে এক্স-রে, গামা-রে ব্যবহার করা হয়ে থাকে। চিকিৎসা ক্ষেত্রে এই রশ্মিগুলি বিশেষ ভূমিকা পালন করে থাকে। এই পদ্ধতিকে বলা হয় রেডিয়োগ্রাফি। যাঁরা এই রশ্মিগুলিকে প্রযুক্তির সাহায্যে ব্যবহার করতে পারেন, তাঁদের রেডিয়োগ্রাফার বলা হয়ে থাকে এবং যাঁরা এই রশ্মি থেকে সংগৃহীত তথ্যের ব্যাখা দিয়ে থাকেন, তাঁদের রেডিয়োলজিস্ট বলা হয়ে থাকে।

প্রশ্ন: এই বিষয়টি নিয়ে কারা পড়াশোনা করতে পারবেন?

সুমন চট্টোপাধ্যায়: দ্বাদশ শ্রেণিতে যাঁদের অঙ্ক, রসায়ন এবং পদার্থবিদ্যা ছিল বা যাঁরা এই বিষয়গুলি নিয়ে পড়াশোনা করছেন, তাঁরা রেডিয়োগ্রাফি নিয়ে স্নাতকস্তরে পড়ার সুযোগ পাবেন।

প্রশ্ন: এই বিষয় নিয়ে পড়ার জন্য স্নাতকস্তরে এমবিবিএস থাকা কী প্রয়োজন?

সুমন চট্টোপাধ্যায়: এই বিষয়টি নিয়ে পড়ার জন্য ব্যাচেলর অফ মেডিসিন, ব্যাচেলর অফ সার্জারি অর্থাৎ এমবিবিএস ডিগ্রি থাকার প্রয়োজন নেই। ব্যাচেলর অফ সায়েন্স ডিগ্রির অধীনেই রেডিয়োগ্রাফি নিয়ে পড়াশোনা করা সম্ভব।

প্রশ্ন: পড়াশোনা শেষ হওয়ার পর পেশায় প্রবেশের সুযোগ কতটা রয়েছে?

সুমন চট্টোপাধ্যায়: সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানে রেডিয়োগ্রাফারদের নিয়মিত ভাবে নিয়োগ করা হয়ে থাকে। এর পাশাপাশি, ফিজিওথেরাপিস্ট, থেরাপি রেডিয়োগ্রাফার, এক্স-রে টেকনিশিয়ান এবং ডায়গনাস্টিক রেডিয়োগ্রাফার হিসেবে কাজ করার সুযোগ রয়েছে।

প্রশ্ন: এই পেশায় বেতনক্রম কী আর্কষণীয়?

সুমন চট্টোপাধ্যায়: প্রাথমিক স্তরে ২০ হাজার থেকে ২৫ হাজার টাকা বেতন হিসেবে পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে কাজের অভিজ্ঞতার নিরিখে সেই বেতনক্রম মাসে ৫০ থেকে ৬০ হাজার টাকা পর্যন্তও হতে পারে।

যদিও বিশিষ্ট অধ্যাপকের মতে, ক্ষেত্র বিশেষে এই বেতনের অঙ্কের হেরফের হতে পারে।

কোন কোন প্রতিষ্ঠানে এই বিষয় কিংবা সমতুল্য বিষয় পড়ানো হয়ে থাকে, একটি তালিকা দেওয়া হল:

  • ইনস্টিটিউট অফ পোস্ট গ্র্যাজুয়েট মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ
  • ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেল্থ সায়েন্সেস
  • মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল
  • হলদিয়া ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্সেস
  • বিবেকানন্দ ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস
  • মেদিনীপুর মেডিক্যাল কলেজ
  • মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, কলকাতা
  • রাধা গোবিন্দ কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতাল (আরজিকর)
  • বাঁকুড়া সন্মেলনী মেডিক্যাল কলেজ
  • নীল রতন সরকার মেডিক্যাল কলেজ এবং হাসপাতাল (এনআরএস)
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE