Advertisement
E-Paper

ভাল ছবি তোলার কৌশল বা সঞ্চালনায় ভীতি কাটানোর উপায়, রইল পড়ুয়াদের মুশকিল আসানের হদিস

কলেজে পড়াশোনা করতে করতেই দক্ষতা বৃদ্ধি করার সুযোগ রয়েছে। এ জন্য স্বল্প সময়ের কোর্স বা কর্মশালায় যোগদান করতে পারেন।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৫ ১৩:৫২
How to apply to participate in a short-term course or workshop?

স্বল্প সময়ের কোর্স কিংবা কর্মশালায় অংশগ্রহণের জন্য কী ভাবে আবেদন করবেন? গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

পড়ুয়াদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এবং বিশেষজ্ঞদের সাহচর্যে কাজ শেখার জন্য বিভিন্ন বিষয়ে সেমিনার এবং কর্মশালার আয়োজন করা হয়ে থাকে। কৃত্রিম মেধা, ছবি তোলার কৌশল কিংবা অঙ্ক করার মতো বিষয়ে চলতি মাসে বিশেষ কর্মসূচির ব্যবস্থা করা হয়েছে রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজে।

ছবি তোলার খুঁটিনাটি:

ভিক্টোরিয়া ইনস্টিটিউশন-এর তরফে তিন মাসের একটি ‘ফোটোগ্রাফি কোর্স’ করানো হবে। ছবি সম্পাদনা এবং মোবাইলে ছবি তোলার কৌশলও শেখানো হবে।

  • কোথায় হবে— ভিক্টোরিয়া ইনস্টিটিউশন-এ।
  • কবে— বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই।
  • কত দিন চলবে— তিন মাস।
  • কারা আবেদন করতে পারবেন— মহিলা কলেজপড়ুয়া এবং যে কোনও কলেজের শিক্ষক এবং শিক্ষাকর্মীরা।
  • আবেদন কী ভাবে— ফোনে যোগাযোগ করে ভর্তির আবেদন করতে হবে।
  • আবেদনের শেষ দিন— ১৪ সেপ্টেম্বর।

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

রেডিয়ো এবং টেলিভিশন অ্যাঙ্করিং:

নব বালিগঞ্জ মহাবিদ্যালয়ের তরফে রেডিয়ো এবং টেলিভিশন অ্যাঙ্করিং শেখানো হবে। পাঁচ দিনের কোর্সে হাতে কলমে প্রশিক্ষণ নিতে পারবেন।

  • কোথায় হবে— নব বালিগঞ্জ মহাবিদ্যালয়ে।
  • কবে— ১৮ থেকে ২৩ সেপ্টেম্বর।
  • কত দিন চলবে— পাঁচ দিন।
  • কারা আবেদন করতে পারবেন— মাধ্যমিক উত্তীর্ণ থেকে শুরু করে স্নাতকেরা।
  • আবেদন কী ভাবে— অনলাইনে।
  • আবেদনের শেষ দিন— ১০ সেপ্টেম্বর।

ডেটা অ্যানালিটিক্স এবং চিকিৎসা পরিষেবা:

অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ হাইজ়িন অ্যান্ড পাবলিক হেলথ চিকিৎসা পরিষেবায় ডেটা অ্যানালিটিক্সের ভূমিকা নিয়ে বিশেষ কর্মশালার আয়োজন করতে চলেছে।

  • কোথায় হবে— অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ হাইজ়িন অ্যান্ড পাবলিক হেলথ-এ।
  • কবে— ১২ থেকে ১৫ জানুয়ারি, ২০২৬।
  • কত দিন চলবে— চার দিন।
  • কারা আবেদন করতে পারবেন— আয়ুষ, পাবলিক হেলথ, ডেন্টাল, হোম সায়েন্স, মেডিক্যাল শাখায় পাঠরত স্নাতক বা স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নেরা।
  • আবেদন কী ভাবে— অনলাইনে।
  • আবেদনের শেষ দিন— ১৫ ডিসেম্বর।

— ফাইল চিত্র।

উদ্ভিদবিদ্যার রহস্য সন্ধানে:

বেথুন কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের তরফে প্লান্ট সায়েন্স-এর রহস্য সন্ধানে বিশেষ সেমিনার আয়োজিত হতে চলেছে।

  • কোথায় হবে—বেথুন কলেজে।
  • কবে— ১৩ থেকে ১৪ নভেম্বর।
  • কত দিন চলবে— দু’দিন।
  • কারা আবেদন করতে পারবেন— যে কোনও বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর পাঠরতদের পাশাপাশি, গবেষক এবং শিক্ষক-শিক্ষিকারা।
  • আবেদন কী ভাবে— অনলাইনে।
  • আবেদনের শেষ দিন— ১৫ অক্টোবর।

মেশিন লার্নিং প্রয়োগ:

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের তরফে আর্থিক লেনদেনে মেশিন লার্নিং প্রয়োগের কৌশল শেখাতে বিশেষ কর্মশালার আয়োজন করা হবে। ১৮ ঘণ্টার ক্লাসে জালিয়াতি রুখতে কৃত্রিম মেধা কী ভাবে সাহায্য করবে, তা নিয়েও আলোচনা করে হবে।

  • কোথায় হবে—প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে।
  • কবে— ১৬ থেকে ১৮ সেপ্টেম্বর।
  • কত দিন চলবে— তিন দিন।
  • কারা আবেদন করতে পারবেন— আর্থিক লেনদেন নিয়ে আগ্রহী যে কোনও বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর পাঠরতদের পাশাপাশি, গবেষক এবং শিক্ষক-শিক্ষিকারা।
  • আবেদন কী ভাবে— অনলাইনে।
  • আবেদনের শেষ দিন— ১০ সেপ্টেম্বর।
Workshop on Science Education 2025 WB Skill Development Courses 2025
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy