Advertisement
২০ এপ্রিল ২০২৪
IGNOU

ইগনুতে বিএড, পিএইচডি-তে ভর্তি হতে চান? প্রকাশিত হয়েছে অ্যাডমিট কার্ড

বিএড, বিএসসি নার্সিং এবং পিএইচডি কোর্সের জন্য প্রবেশিকা পরীক্ষা হতে পারে আগামী ৮ জানুয়ারি ২০২৩-এ। পরীক্ষার সময় অ্যাডমিট কার্ড এবং প্রয়োজনীয় নথি সঙ্গে রাখা প্রয়োজন।

প্রকাশিত হয়েছে অ্যাডমিট কার্ড।

প্রকাশিত হয়েছে অ্যাডমিট কার্ড। প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০২৩ ১৭:৩৯
Share: Save:

২০২৩ বর্ষে যে সমস্ত শিক্ষার্থী বিএড, পিএইচডি এবং নার্সিং পড়ার জন্য আবেদন করেছিলেন, তাঁদের পরীক্ষার অ্যাডমিট কার্ড বা হল টিকিট প্রকাশ করা হয়েছে। ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি (ইগনু)-র ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে অ্যাডমিট কার্ড। প্রবেশিকা পরীক্ষায় বসার জন্য শিক্ষার্থীদের ইগনুর ওয়েবসাইট থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে।

  • অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য প্রথমে ইগনুর http://ignou.ac.in/ ওয়েবসাইটে যেতে হবে।
  • হোমপেজ থেকে ‘ইগনু হল টিকিট ২০২৩’ লেখা লিঙ্কে যেতে হবে।
  • প্রয়োজনীয় তথ্য দিয়ে লগ ইন করে সাবমিট করতে হবে।
  • লগ ইন করার পরই শিক্ষার্থীরা অ্যাডমিট কার্ড দেখতে পেয়ে যাবেন।
  • অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে, প্রিন্ট আউট নিয়ে রাখা ভাল।

বিএড, বিএসসি নার্সিং এবং পিএইচডি কোর্সের জন্য প্রবেশিকা পরীক্ষা হতে পারে আগামী ৮ জানুয়ারি ২০২৩-এ। পরীক্ষার সময় অ্যাডমিট কার্ড এবং প্রয়োজনীয় নথি সঙ্গে রাখা প্রয়োজন। এই বিষয়ে বিস্তারিত জানতে ইগনুর http://ignou.ac.in/ ওয়েবসাইটটি দেখুন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE