দেশের বিভিন্ন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ধারাবাহিক পাঠ্যক্রমের বাইরেও নানা কর্মশালা, আলোচনাসভার আয়োজন করা হয়ে থাকে। কর্মদক্ষতা বৃদ্ধির স্বার্থে বহু সার্টিফিকেট কোর্স ডিপ্লোমা কোর্সও পড়ানো হয়। শিক্ষার কড়চায় রইল পাঁচটি বিশ্ববিদ্যালয়ের কর্মশালা, সেমিনার, কোর্সের সুলুকসন্ধান।
‘এসো বাংলায় কথা বলি’—
বাংলা ভাষা শিক্ষার জন্য বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের তরফে আয়োজন করা হয়েছে একটি সার্টিফেট কোর্সের।
কোথায় হবে— অনলাইনে।
কবে— ৩১ জানুয়ারি ২০২৬।
কত দিন চলবে— তিন মাস।
কারা আবেদন করতে পারবেন— পড়ুয়া, গবেষক, অধ্যাপক, শিক্ষক-শিক্ষিকা।
আবেদন কী ভাবে— অনলাইনে ফর্ম পূরণ করে।
আবেদনের শেষ দিন— ২০ জানুয়ারি।
কালিদাস ভট্টাচার্য আন্তর্জাতিক সম্মেলন—
বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের তরফে ভারতীয় দার্শনিক কালিদাস ভট্টাচার্যকে নিয়ে আন্তর্জাতিক মানের সম্মেলনের আয়োজন করা হয়েছে।
কোথায় হবে— প্রতিষ্ঠানে অর্থাৎ অফলাইনে।
কবে— ২৫ এবং ২৭ ফেব্রুয়ারি, ২০২৬।
কত দিন চলবে— দু’দিন।
কারা আবেদন করতে পারবেন— গবেষণারত পড়ুয়ারা।
সমাজমাধ্যমের যুগে সাংবাদিকতা ও গণজ্ঞাপনের পরিবর্তন—
সংশ্লিষ্ট বিষয়ের উপর আন্তর্জাতিক স্তরের সেমিনার আয়োজন করা হয়েছে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে।
কোথায় হবে— প্রতিষ্ঠানে অর্থাৎ অফলাইনে।
কবে— ১৬ থেকে ১৮ ফেব্রুয়ারি, ২০২৬।
কত দিন চলবে— তিন দিন।
কারা আবেদন করতে পারবেন— স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্ন এবং গবেষণা করছেন এমন পড়ুয়ারা।
আবেদনের শেষ দিন— ৩১ ডিসেম্বর।
অমৃতকালে ভারতের সন্ত্রাস-বিরোধী কৌশলে পরিবর্তন বিষয়ে আলোচনাসভা—
‘অমৃতকালে ভারতের সন্ত্রাস-বিরোধী কৌশলে পরিবর্তন বর্তমান প্রবণতা ও নিরাপত্তার দ্বন্দ্ব’ শীর্ষক এক আলোচনাসভা আয়োজন করেছে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়।
কোথায় হবে— প্রতিষ্ঠানে।
কবে— ২৬ ও ২৭ ফেব্রুয়ারি, ২০২৬।
কত দিন চলবে— দু’দিন।
কারা আবেদন করতে পারবেন— গবেষণা করছেন এমন পড়ুয়ারা।
আবেদনের শেষ দিন— ৩ জানুয়ারি।
আরও পড়ুন:
লোকসংস্কৃতি, পর্যটন এবং সমষ্টি উন্নয়ন বিষয়ক কোর্স—
কল্যাণী বিশ্ববিদ্যালয়ের তরফে এই বিষয়ের উপর স্বল্পমেয়াদি কোর্স করানো হবে। এই মর্মে সম্প্রতি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের তরফে।
কোথায় হবে— অনলাইনে।
কবে— ১ জানুয়ারি, ২০২৬ থেকে শুরু।
কত দিন চলবে— ১২ সপ্তাহ।
কারা আবেদন করতে পারবেন— কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং পড়ুয়ারা।
আবেদনের শেষ দিন— ৮ জানুয়ারি ২০২৬।