Advertisement
E-Paper

কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আলোচনা থেকে স্বল্প মেয়াদের নানা কোর্স, রইল সুলুকসন্ধান

বেশ কিছু প্রতিষ্ঠানে স্বল্প মেয়াদি সার্টিফিকেট কোর্সও করানো হয়। আগামী তিন মাসের মধ্যে কোথায় কোন কোর্স, কর্মশালা বা আলোচনাসভা হবে, তার সুলুকসন্ধান রইল শিক্ষার কড়চায়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ ডিসেম্বর ২০২৫ ১৬:৫৪
শিক্ষার কড়চার খোঁজখবর।

শিক্ষার কড়চার খোঁজখবর। ছবি: সংগৃহীত।

রাজ্য এবং দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রতি মাসেই নানা ধরনের কর্মশালা, ওয়েবিনার অথবা আলোচনাসভা আয়োজিত হয়ে থাকে। বেশ কিছু প্রতিষ্ঠানে স্বল্প মেয়াদে সার্টিফিকেট কোর্সও করানো হয়। আগামী তিন মাসে কোথায় কোন কোর্স, কর্মশালা বা আলোচনাসভা হবে, তার সুলুকসন্ধান রইল শিক্ষার কড়চায়।

১। বর্জ্য ব্যবস্থাপনা বিশেষজ্ঞ:

মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের তরফে বর্জ্য ব্যবস্থাপনার উপর বিশেষ সার্টিফিকেট কোর্সের আয়োজন করা হয়েছে।

কোথায় হবে— প্রতিষ্ঠানে অর্থাৎ অফলাইন মাধ্যমে।

কবে— ডিসেম্বর ২০২৫ থেকে মার্চ ২০২৬।

কত দিন চলবে— ৫৭০ ঘণ্টার।

কারা আবেদন করতে পারবেন— স্নাতক যোগ্যতাসম্পন্নরা, বয়স ৪০ বছরের মধ্যে।

আবেদন কী ভাবে— অনলাইনে।

আবেদনের শেষ দিন— ৩ ডিসেম্বর।

২। ওয়ান নেশন ওয়ান সাবস্ক্রিপশন (ওএনওএস) ইনস্টিটিউট অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড অ্যাক্সেস:

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এই বিষয়ের উপর একটি ওয়েবিনার আয়োজন করা হয়েছে। প্রতিষ্ঠানের তথ্য ও গ্রন্থাগার নেটওয়ার্ক কেন্দ্র-র তরফে হবে ওয়েবিনারটি।

কোথায় হবে— প্রতিষ্ঠানে অর্থাৎ অফলাইন মাধ্যমে।

কবে— ৫ ডিসেম্বর ২০২৫ বেলা ৩টে থেকে।

কত দিন চলবে— একদিন।

কারা আবেদন করতে পারবেন— পড়ুয়া, গবেষক।

আবেদন কী ভাবে— অনলাইনে।

৩। ভারত ও অস্ট্রেলিয়ায় কৃত্রিম বুদ্ধিমত্তা, সাংস্কৃতিক আখ্যান এবং শিক্ষার ভবিষ্যৎ:

বর্ধমান বিশ্ববিদ্যালয়ের তরফে আন্তর্জাতিক স্তরে এই সম্মেলনটি আয়োজন করা হয়েছে। সেন্টার ফর অস্ট্রেলিয়ান স্টাডিজ় এবং বর্ধমান বিশ্ববিদ্যালয় মিলিত ভাবে হবে।

কোথায় হবে— বর্ধমান বিশ্ববিদ্যালয় এবং অনলাইনে।

কবে— ২০ থেকে ২১ জানুয়ারি।

কত দিন চলবে— দু’দিন।

কারা আবেদন করতে পারবেন— পড়ুয়া, গবেষক, দেশের বাইরের শিক্ষক, শিক্ষার্থী গবেষকরাও পারবেন আবেদন করতে।

আবেদন কী ভাবে— অনলাইনে।

আবেদনের শেষ দিন— ১৫ ডিসেম্বর।

৪। অণু সমাবেশে পরমাণুর বিন্যাস:

এটিও আন্তর্জাতিক স্তরের একটি সম্মেলন। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের তরফে আয়োজন করা হয়েছে। প্রতিষ্ঠানের রসায়ন বিভাগের তরফে হবে সম্মেলনটি।

কোথায় হবে— প্রতিষ্ঠানে অর্থাৎ অফলাইন মাধ্যমে।

কবে— ১৬ এবং ১৮ ডিসেম্বর।

কত দিন চলবে— তিনদিন।

কারা আবেদন করতে পারবেন— পড়ুয়া, গবেষক।

আবেদন কী ভাবে— অনলাইনে।

আবেদনের শেষ দিন— ৭ ডিসেম্বর।

৫। তথ্য ব্যবহারকারীর চাহিদার পরিবর্তন ও গ্রন্থাগার পরিষেবার পরিবর্তিত প্রেক্ষিত:

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের তরফে বঙ্গীয় গ্রন্থাগার পরিষদের শতবর্ষপূর্তি উদ্‌যাপন উপলক্ষে এই বিষয়ের উপর জাতীয় সম্মেলনের আয়োজন করা হয়েছে।

কোথায় হবে— প্রতিষ্ঠানে অর্থাৎ অফলাইন মাধ্যমে।

কবে— ১৯ এবং ২০ ডিসেম্বর।

কত দিন চলবে— দু’দিন।

কারা আবেদন করতে পারবেন— পড়ুয়া, গবেষক।

আবেদন কী ভাবে— অনলাইনে।

AI Courses new courses
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy