প্রাথমিক টেট এবং এসএসসি-র ধাঁচে উচ্চ মাধ্যমিকের প্রথম সেমেস্টারের ওএমআর শিটও প্রকাশ করবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। তবে পরীক্ষার পরই নয়। প্রথম সেমেস্টারের ফল অনলাইনে প্রকাশের ৭২ ঘণ্টা পর প্রকাশ করা হবে ওএমআর।
সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানান, কী ভাবে এই ওএমআর শিট আপলোড করা হবে, তা নিয়ে উচ্চ পর্যায়ের এক বৈঠক হয়েছে। বেশ কিছু প্রযুক্তিগত সমস্যা ছিল, যা কাটিয়ে ওএমআর প্রকাশের সিদ্ধান্ত হয়েছে। সংসদ সভাপতি বলেন, “পরীক্ষা ব্যবস্থার স্বচ্ছতা বজায় রাখতেই এই সিদ্ধান্ত। পরীক্ষার্থীরা যাতে নিজেরাই দেখে নিতে পারে তারা কী উত্তর দিয়েছে। সমস্ত পরীক্ষার ওএমআর শিট আপলোড করার সিদ্ধান্ত নিয়েছি।”
আরও পড়ুন:
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পোর্টালে প্রতিষ্ঠানের লগইন থেকে সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষক ওএমআর শিট ডাউনলোড করে নিতে পারবেন। তার পর তা সফ্ট কপি আকারে বা ছাপিয়ে পড়ুয়াদের মধ্যে বিতরণ করে দেবেন। সংসদের তরফে রাজ্যের ৭০০০ স্কুলে পিডিএফ ফরম্যাটে পাঠানো হবে ওএমআর শিটের ডেটা।
সংসদের তরফে জানানো হয়েছে, একসঙ্গে ৬টি পরীক্ষার ওএমআর শিট প্রকাশ করা হবে। স্কুলগুলি পরীক্ষার্থীদের প্রয়োজন মতো তাদের হাতে ওএমআর শিট ডাউনলোড করে প্রিন্টেড বা সফট কপি তুলে দেবে।
উল্লেখ্য, উচ্চ মাধ্যমিকের প্রথম সেমেস্টার পরীক্ষা ৮ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। প্রতি দিন সকাল ১০টা থেকে ১১টা ১৫ পর্যন্ত পরীক্ষা নেওয়া হবে।