রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানে চালু করা হল ‘প্লেট ব্যাঙ্ক’। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি (আইআইইএসটি) শিবপুরের ক্যাম্পাসের পরিবেশ রক্ষার স্বার্থে এই উদ্যোগ। ২৮ মে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারপার্সন তেজস্বিনী অনন্তকুমার, অধিকর্তা ভিএমএসআর মূর্তি-সহ বিভিন্ন বিভাগের অধ্যাপক, আধিকারিক এবং পড়ুয়ারা।
আসলে কী এই ‘প্লেট ব্যাঙ্ক’?
কলাপাতা, শালপাতার থালা, বাটি, গ্লাস একবারই ব্যবহার করা যেতে পারে। সে ক্ষেত্রে পরিবেশের ভারসাম্য বজায় থাকবে কী ভাবে, তা নিয়ে একাধিক বার চর্চা হয়েছে। তার বদলে স্টিলের থালা, বাটি, গ্লাস এবং অন্য সামগ্রী ব্যবহারে জোর দিতেই এই বিশেষ ব্যাঙ্ক তৈরি করা হয়। বিয়ে, অন্নপ্রাশন থেকে শুরু যে কোনও সামাজিক অনুষ্ঠানের জন্য ‘প্লেট ব্যাঙ্ক’ থেকে বিনামূল্যে পরিষেবা নেওয়ার সুযোগ থাকে।
‘প্লেট ব্যাঙ্ক’ পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে থাকে। নিজস্ব চিত্র।
কী জানিয়েছে আইআইইএসটি শিবপুর?
শিক্ষা প্রতিষ্ঠানের তরফে ‘ক্লিন অ্যান্ড গ্রিন ক্যাম্পাস’ কর্মসূচির অধীনেই এই বিশেষ ব্যাঙ্ক পরিষেবা চালু করা হয়েছে। এর মাধ্যমে পড়ুয়াদের মধ্যে পরিবেশ সংরক্ষণ সংক্রান্ত বিষয়ে সচেতনতা বৃদ্ধি পাবে। তা ছাড়াও ক্যাম্পাস সংলগ্ন জনবসতির মধ্যেও সুস্থায়ী উন্নয়ন এবং পরিবেশ রক্ষার স্বার্থে পুর্নব্যবহারযোগ্য সামগ্রী সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন রয়েছে। এই সমস্ত বিষয়ে এই ব্যাঙ্ক বিশেষ ভাবে সাহায্য করবে, এমনটাই আশা আধিকারিকদের।
বিশিষ্টজনের উপস্থিতিতে আইআইইএসটি, শিবপুরে বিশেষ ব্যাঙ্কের পরিষেবা চালু করা হয়। নিজস্ব চিত্র।
শুরু কী ভাবে এবং কোথায়?
কর্নাটকে বেঙ্গালুরু শহরের অদম্য চেতনা ফাউন্ডেশনের উদ্যোগে ‘প্লেট ব্যাঙ্ক’ চালু করার কাজ শুরু হয়েছিল। ২০১৬-তে এই ফাউন্ডেশন প্রতিষ্ঠার অন্যতম কারিগর ছিলেন তেজস্বিনী অনন্তকুমার, যিনি বর্তমানে ওই ফাউন্ডেশন এবং আইআইইএসটি-র চেয়ারপার্সনও বটে। ওই স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে ক্যাম্পাসে ওই ব্যাঙ্কের পরিষেবা চালু করা হয়েছে।
সংশ্লিষ্ট ফাউন্ডেশনের ওয়েবসাইট অনুযায়ী, রাজ্যের একমাত্র ‘প্লেট ব্যাঙ্ক’ আইআইইএসটি শিবপুরে চালু করা হল। এ ছাড়াও আইআইইএসটি শিবপুরের সঙ্গে একটি মউ-ও স্বাক্ষর করে সংশ্লিষ্ট সংস্থাটি।