Advertisement
E-Paper

এলাকাভিত্তিক ভৌগোলিক তথ্য সংগ্রহে কৃত্রিম মেধার প্রয়োগ কী ভাবে? শেখাবে ইসরো

ইঞ্জিনিয়ারিং শাখার যে কোনও বিষয়ে স্নাতকেরা এই কোর্স করার সুযোগ পাবেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ জুন ২০২৫ ১১:০৪
IIRS Launches AI & ML Training Program for Geodata Analytics.

জিয়োস্পেশিয়াল ডেটা সংগ্রহে কৃত্রিম মেধার প্রয়োগ সম্পর্কে শেখাবে ইসরো। প্রতীকী চিত্র।

ক্রমবর্ধমান জনবসতি এবং জলবায়ু পরিবর্তনের কারণে স্থলভাগের আয়তন, জলাশয়ের পরিমাণ কমে যাওয়ার মতো একাধিক বিষয়ে বার বার তথ্য বদলে চলেছে। এই তথ্যসূচিকে এক কথায় জিয়োস্পেশিয়াল ডেটা বলা হয়ে থাকে। সেই তথ্য সংগ্রহের কাজে কৃত্রিম মেধা এবং মেশিন ল্যাঙ্গোয়েজ ব্যবহার করার পদ্ধতি শেখাবে ইসরো।

সংশ্লিষ্ট বিষয়টি নিয়ে ইসরো-র ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ রিমোট সেন্সিংয়ের তরফে দু’সপ্তাহের একটি প্রশিক্ষণমূলক কোর্স করানো হবে। ওই কোর্সের মাধ্যমে প্রতিষ্ঠানের বিশেষজ্ঞেরা ইমেজ প্রসেসিং, জিয়োডেটা অ্যানালিসিস, গুগল আর্থ ইঞ্জিন (জিইই) ব্যবহারের কৌশল শেখাবেন।

এই কোর্সটি করতে আগ্রহীদের ইঞ্জিনিয়ারিং শাখার যে কোনও বিষয়ে স্নাতক হতে হবে। এ ছাড়াও কম্পিউটার সায়েন্স, ম্যাথমেটিক্স, জিয়োইনফরমেটিক্স, কম্পিউটার অ্যাপ্লিকেশন কিংবা সমতুল্য বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নরাও আবেদনের সুযোগ পাবেন। এ ক্ষেত্রে তাঁদের কম্পিউটার প্রোগ্রামিং এবং জিয়োস্পেশিয়াল ডেটা নিয়ে কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক।

১৫ সেপ্টেম্বর থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত ক্লাস করানো হবে। থিয়োরির সঙ্গে প্র্যাকটিক্যালের ব্যবস্থাও থাকবে। হাতেকলমে প্রতিষ্ঠানের বিশেষজ্ঞেরা কৃত্রিম মেধা এবং মেশিন ল্যাঙ্গোয়েজের ব্যবহারিক প্রয়োগ সম্পর্কে প্রশিক্ষণ দেবেন।

অনলাইনে আগ্রহীদের আবেদন জমা দিতে হবে। আবেদনের শেষ দিন ২৭ জুলাই। কোর্সের ফি এবং অন্যান্য তথ্য জানতে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ রিমোট সেন্সিংয়ের (www.iirs.gov.in) ওয়েবসাইটে গিয়ে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।

AI Courses Skill Development Programme 2025
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy