চলতি বছর ডিজ়াইন নিয়ে স্নাতক এবং স্নাতকোত্তরে ভর্তি প্রবেশিকার আয়োজন করেছিল ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) বম্বে। পরীক্ষার কিছু দিন পরই প্রকাশ হয়েছে ‘আনসার কি’।
কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের তরফে স্নাতকোত্তরের সিড (কমন এন্ট্রান্স এগজ়ামিনেশন ফর ডিজ়াইন) এবং ইউসিড (আন্ডারগ্র্যাজুয়েট কমন এন্ট্রান্স এগজ়ামিনেশন ফর ডিজ়াইন)-এর আয়োজন করে আইআইটি বম্বে। গত ১৮ জানুয়ারি দু’টি পরীক্ষার আয়োজন করা হয়। এ বার পরীক্ষার চূড়ান্ত আনসার কি প্রকাশ করা হল। কোর্সে ভর্তির জন্য আইআইটি-র তরফে কাট অফ নম্বর প্রকাশ করা হবে ৫ ফেব্রুয়ারি। চূড়ান্ত আনসার কি-র ভিত্তিতে ইউসিড-এর ফল ঘোষণা করা হবে ৬ মার্চ। সিড-এর ফল প্রকাশিত হবে ৪ মার্চ।
আরও পড়ুন:
কী ভাবে আনসার কি দেখবেন?
১। পরীক্ষার্থীদের uceed.iitb.ac.in এবং ceed.iitb.ac.in -এ যেতে হবে।
২। সেখানে ‘আনসার কি’ দেখার লিঙ্কে নিজেদের অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে।
৩। লগ ইন করার পরই স্ক্রিনে চূড়ান্ত ‘আনসার কি’ দেখতে পারবেন পরীক্ষার্থীরা।
সিড এবং ইউসিড-এ উত্তীর্ণেরা আইআইটি বম্বে, আইআইটি দিল্লি, আইআইটি গুয়াহাটি, আইআইটি হায়দরাবাদ, আইআইটি ইনদওর, আইআইটি রুরকি-এর মতো নানা প্রতিষ্ঠানে ডিজ়াইন নিয়ে উচ্চশিক্ষার সুযোগ পাবেন। ভর্তি হতে পারবেন বিডিএস এবং এমডিএস কোর্সে।
আরও পড়ুন:
-
কুয়েট পিজি-র আবেদনপত্রে ভুল থেকে গিয়েছে! সংশোধনের সময়সীমা বৃদ্ধি করল এনটিএ
-
মেদিনীপুর জেলায় বিভিন্ন পদে কর্মী প্রয়োজন, বিজ্ঞপ্তি প্রকাশ করল ইসিএইচএস
-
দক্ষিণ দিনাজপুর জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতিতে কর্মীর খোঁজ, কত জন সুযোগ পাবেন?
-
রেল মন্ত্রক অধীনস্থ সংস্থায় কর্মী প্রয়োজন, কোন যোগ্যতা থাকলে আবেদন করা যাবে?