Advertisement
E-Paper

ফেব্রুয়ারি ২০২৬-এ গেট, কবে কোন পরীক্ষা? পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল আইআইটি গুয়াহাটি

কম্পিউটার বেসড টেস্ট (সিবিটি) পদ্ধতিতে মোট তিন ঘণ্টা পরীক্ষা নেওয়া হবে। প্রতি দিন দু’টি পর্বে পরীক্ষা দিতে হবে পরীক্ষার্থীদের।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০২৫ ১৩:২৩

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের স্নাতকোত্তর স্তরের কোর্সে ভর্তি হওয়া জন্য গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্ট (গেট) দিতে হয়। এই পরীক্ষায় পাশ করার পর দেশের পাবলিক সেক্টর আন্ডারটেকিং-এ (পিএসইউ) চাকরিরও সুযোগ পান উত্তীর্ণেরা। ২০২৬-এর গেট আয়োজিত হতে চলেছে আগামী ৭, ৮, ১৪ এবং ১৫ ফেব্রুয়ারি। কবে কোন বিষয়ের পরীক্ষা নেওয়া হবে, সেই সংক্রান্ত সূচি প্রকাশ করেছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), গুয়াহাটি।

৭ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১২টা এবং দুপুর ২টো ৩০ মিনিট থেকে বিকেল ৫টা ৩০ মিনিট পর্যন্ত রসায়ন, পদার্থবিদ্যা, এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং, এরোস্পেস ইঞ্জিনিয়ারিং, এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, বায়োটেকনোলজি, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং,জিয়োম্যাটিক্স ইঞ্জিনিয়ারিং, জিয়োলজি অ্যান্ড জিয়োফিজ়িক্স, ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং, ম্যাথ্‌মেটিক্স, মাইনিং ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ফ্যাব্রিক সায়েন্স, এবং হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্স-এর পরীক্ষা নেওয়া হবে।

অন্য দিনেও ওই একই সময়ে দু’টি পর্বের পরীক্ষা চলবে। তাতে রাশিবিজ্ঞান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি, ইকোলজি অ্যান্ড ইভালুয়েশন, নাভাল আর্কটেকচার অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, প্রোডাকশন অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার অ্যান্ড প্ল্যানিং, ডেটা সায়েন্স অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়গুলিতে পরীক্ষা দিতে পারবেন পরীক্ষার্থীরা।

এই পরীক্ষা কম্পিউটার বেসড টেস্ট (সিবিটি) পদ্ধতিতে নেওয়া হয়। মোট তিন ঘণ্টার পরীক্ষায় প্রতি পত্রে ১০০ নম্বরের প্রশ্ন থাকবে। প্রশ্ন পিছু নম্বর থাকবে এক বা দুই। ভুল উত্তরের ক্ষেত্রে থাকবে নেগেটিভ মার্কিংও। তাই প্রস্তুতির জন্য মক টেস্ট দেওয়ার অভ্যাস করতে বলেন বিশেষজ্ঞেরা।

কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের অর্থপুষ্ট ন্যাশনাল প্রোগ্রাম অন টেকনোলজি এনহ্যান্সড লার্নিং (এনপিটিইএল) অনলাইনে এই পরীক্ষা নিয়ে থাকে। মোট ৩০টি বিষয়ে ওই পরীক্ষা প্রতি শনিবার এবং রবিবারে দেওয়ার সুযোগ থাকছে। ২০২৫-এর ১৬, ২৩, ৩০ নভেম্বর; ৭,১৪,২১,২৮ ডিসেম্বর পরীক্ষা নেওয়া হবে। ২০২৬-এ জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে গেট শুরু হওয়ার আগের প্রতিটি শনিবার এবং রবিবার মক টেস্ট দিতে পারবেন আগ্রহীরা।

GATE Exam Details IIT Guwahati exam schedule
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy