গবেষণা প্রকল্পের জন্য কর্মী নিয়োগ করবে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) খড়্গপুর। বিজ্ঞপ্তি জারি করা হয়েছে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে। জানানো হয়েছে, প্রতিষ্ঠানে কেন্দ্রীয় সংস্থার অর্থপুষ্ট প্রকল্পে কাজের জন্য গবেষক প্রয়োজন।
প্রতিষ্ঠানের ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক্যাল কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগে প্রকল্পের কাজ হবে। প্রকল্পের নাম— ‘রিকনফিগারেবল অ্যান্ড স্কেলেবেল ফোটোনিক কুবিট আর্কিটেকচার ফর কোয়ান্টাম কম্পিউটিং হেটারোজেনাস অ্যান্ড মোনোলিথিক অ্যাপ্রোচেস’। এ জন্য অর্থ সাহায্য করবে কেন্দ্রর ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি (ডিএসটি)।
প্রকল্পের জন্য জুনিয়র রিসার্চ ফেলো (জেআরএফ) নিয়োগ করা হবে। শূন্যপদ চারটি। তাঁকে আগামী দু’বছর প্রকল্পে কাজ করতে হবে। শিক্ষাগত যোগ্যতা এবং পেশাগত অভিজ্ঞতার ভিত্তিতে নিযুক্তদের সাম্মানিক হবে মাসে সর্বাধিক ৩৭,০০০ টাকা।
আরও পড়ুন:
সংশ্লিষ্ট পদে আবেদন জানাতে বয়স ২৮ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। পাশাপাশি, তাঁদের ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক্যাল কমিউনিকেশন, ইলেকট্রিক্যাল, ইনস্ট্রুমেন্টেশন, কম্পিউটার সায়েন্স, ন্যানোসায়েন্স, ন্যানো টেকনোলজি ইঞ্জিনিয়ারিংয়ে বিটেক বা এমটেক থাকতে হবে। যাঁদের পদার্থবিদ্যায় স্নাতক বা স্নাতকোত্তর রয়েছে, তাঁরাও আবেদন করতে পারবেন। এ ছাড়াও প্রয়োজন অন্য যোগ্যতার, যা মূল বিজ্ঞপ্তিতে বিশদ জানানো হয়েছে।
প্রার্থীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন করতে হবে। কোনও আবেদনমূল্য জমা দিতে হবে না। আগামী ২২ জানুয়ারি আবেদনের শেষ দিন।