কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, গণিত-সহ আরও দু’টি বিষয়ে উচ্চস্তরে পড়ার সুযোগ দিচ্ছে রাঁচির ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি (আইআইআইটি)। সম্প্রতি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, গণিত এবং পদার্থবিদ্যা বিষয়ে পিএইচডির সুযোগ দিচ্ছে এই প্রতিষ্ঠান। গণিত এবং পদার্থবিদ্যা বিষয়ে আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাস্টার অফ সায়েন্স ডিগ্রি থাকতে হবে। বাকি দু’টি বিষয়ের ক্ষেত্রে মাস্টার অফ টেকনোলজি ডিগ্রি থাকা প্রয়োজন। গ্র্যাজুয়েট অ্যাপ্টিটিউড টেস্ট উত্তীর্ণ হলে লিখিত পরীক্ষা দিতে হবে না।
আরও পড়ুন:
কী ভাবে আবেদন করবেন?
আইআইআইটি রাঁচির ওয়েবসাইটে যেতে হবে প্রথমে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। পাশাপাশি আবেদনমূল্য জমা দিতে হবে। ৫ জানুয়ারি ২০২৬ আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে আইআইআইটি রাঁচির ওয়েবসাইটটি দেখে নেওয়া যেতে পারে।