বিধানসভা নির্বাচনের আগে ফের শিক্ষক নিয়োগ করতে চাইছে রাজ্য সরকার? ইঙ্গিত মিলছে তেমনই। এ বার কলেজগুলির জন্য নিয়োগ বিজ্ঞপ্তি জারি হতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
জানা গিয়েছে, রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজগুলির কাছ থেকে তথ্য চেয়ে পাঠিয়েছে কলেজ সার্ভিস কমিশন। রাজ্যজুড়ে প্রায় ৫০০-র বেশি কলেজে শিক্ষক নিয়োগ হয় কলেজ সার্ভিস কমিশনের অধীনে। ইতিমধ্যে কমিশন ও সরকারের তরফ বিশ্ববিদ্যালয়গুলিকে চিঠি পাঠানো হয়েছে। জানতে চাওয়া হয়েছে অধীনস্থ কলেজগুলিতে কত সহকারী অধ্যাপকের পদ ফাঁকা রয়েছে। আগামী ১ ফেব্রুয়ারির মধ্যে সেই তালিকা তৈরি করে পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে অধ্যক্ষদের। তার পরই শূন্য পদ তৈরি করা হবে, এমনই খবর কমিশন সূত্রে। অর্থাৎ, নিয়োগ বিজ্ঞপ্তি জারি হতে পারে।
আরও পড়ুন:
ইতিমধ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া চলছে রাজ্যে। প্রাথমিকেও ১৩৪২১ শূন্য পদে নিয়োগের প্রক্রিয়ার তথ্য যাচাই ও ইন্টারভিউ শুরু হয়েছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক মিলে ৩৫ হাজারের বেশি শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া চলছে।
কলেজ সার্ভিস কমিশনের তরফে সর্বশেষ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল ২০২০-এ। নিয়োগ সম্পূর্ণ হয়েছে ২০২৪-এ। ইতিমধ্যে অনেক প্রার্থীই পিএইচডি সম্পূর্ণ করে ফেলেছেন এবং অপেক্ষা করছেন পরবর্তী নিয়োগের। কমিশন সূত্রের খবর, ফেব্রুয়ারি মাসের শেষের দিকে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হতে পারে।