একাধিক বিষয় নিয়ে পড়ার সুযোগ দিচ্ছে দেশের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়। মূলত কর্মসংস্থান বৃদ্ধি, ব্যবসায়িক দক্ষতা বৃদ্ধি এবং হাতেকলমে প্রশিক্ষণের উদ্দেশ্যেই পড়ানো হবে সমস্ত কোর্স। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের তরফে এমনটাই ঘোষণা করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ইনোভেশন অ্যান্ড অন্ত্রেপ্রোনিওরশিপ এই কোর্সগুলি আয়োজনে দায়িত্বে রয়েছে। মোট ৪২টি বিষয়ে কোর্স করানো হবে। এর মধ্যে কিছু পড়ানো হবে অনলাইনে। বাকি বিষয়গুলি অফলাইনে পড়ানো হবে। কোর্সগুলির মেয়াদ তিন মাস অথবা ছ’মাস। ক্লাস শুরু হবে আগামী বছরের জানুয়ারি মাসে।
বিশ্ববিদ্যালয়ের তরফে ডিজিটাল মার্কেটিং, পারফরমেন্স মার্কেটিং, বেসিকস অফ পাইথন, ডেটা সায়েন্স, এএল অ্যান্ড এমএল, সাইবার সিকিউরিটি, অডিয়ো অ্যান্ড ভিডিয়ো এডিটিং, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, বেকারি ট্রেনিং, বিউটিশিয়ান ট্রেনিং, ড্রোন অ্যাসেম্বলিং-এর মতো নানা বিষয় পড়ানো হবে।
আরও পড়ুন:
বিভিন্ন কোর্সের জন্য বরাদ্দ ফি ৫,০০০ টাকা থেকে শুরু ১৮,৫০০ টাকা। কোর্স করতে পারবেন স্কুল ছুট থেকে কলেজ পড়ুয়া, নানা সংস্থায় কর্মরত থেকে ভবিষ্যতের উদ্যোগপতিরা।
আগ্রহীদের মূল বিজ্ঞপ্তিতে দেওয়া কিউআর কোড স্ক্যান করে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। আগামী ৩০ নভেম্বর আবেদনের শেষ দিন। এ সংক্রান্ত বাকি তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে।