ইন্টেলিজেন্স ব্যুরো-এ (আইবি) একাধিক কর্মী নিয়োগের কথা ঘোষণা করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সম্প্রতি এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে মন্ত্রকের নিজস্ব ওয়েবসাইটে। জানানো হয়েছে, কলকাতা-সহ দেশের বিভিন্ন শহরে একাধিক শূন্যপদে কাজের সুযোগ রয়েছে। প্রার্থীদের থেকে এ জন্য অনলাইনে আবেদন গ্রহণ করা হবে।
কেন্দ্রীয় সংস্থায় নিয়োগ হবে মাল্টিটাস্কিং স্টাফ (জেনারেল) পদে। মোট শূন্যপদ ৩৬২টি। এর মধ্যে সংরক্ষিতদের জন্য রাখা হবে কিছু আসন। নিযুক্তদের কলকাতা ছাড়াও পটনা, রায়পুর, শিলিগুড়ি, গুয়াহাটি, চেন্নাই-সহ অন্য শহরে পোস্টিং দেওয়া হবে।
নন গেজেটেড, নন মিনিস্টেরিয়াল, গ্রুপ সি এই পদে নিযুক্তদের বেতনক্রম হবে মাসে ১৮,০০০ থেকে ৫৬,৯০০ টাকা। এ ছাড়া অন্য সুযোগসুবিধাও মিলবে।
আরও পড়ুন:
সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের বয়স ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণিভুক্তদের জন্য রয়েছে ছাড়। পাশাপাশি তাঁদের কোনও স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
সংস্থার তরফে আয়োজিত টায়ার ১ এবং টায়ার ২-এর নিয়োগ পরীক্ষার মাধ্যমে সংশ্লিষ্ট পদের জন্য যোগ্যদের বেছে নেওয়া হবে। পরীক্ষার আয়োজন করা হবে দেশের বাছাই করা শহরের পরীক্ষাকেন্দ্রে।
প্রার্থীদের সংস্থার ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। আবেদনমূল্যের পরিমাণ ৬৫০ টাকা। আগামী ১৬ ডিসেম্বর আবেদনের শেষ দিন। এ বিষয়ে বাকি তথ্য জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।