একাদশ-দ্বাদশ শিক্ষক নিয়োগের ইন্টারভিউতে ডাক না পাওয়ায় বহু চাকরিপ্রার্থীই তাকিয়ে ছিলেন নবম-দশম নিয়োগ পরীক্ষার ফলাফলের দিকে। সোমবার সন্ধ্যায় ফলঘোষণা করল স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)।
এসএসসি একাদশ-দ্বাদশ স্তরে শিক্ষক নিয়োগের ফলপ্রকাশ হয়েছে চলতি মাসের শুরুতেই। সোমবার প্রকাশিত হল নবম দশম শ্রেণির ফলাফল। পরীক্ষা গ্রহণের ৭১ দিনের মাথায় এই ফলপ্রকাশ করল কমিশন। ফলপ্রকাশের পাশাপাশি আনসার কি-ও প্রকাশ করার কথা কমিশনের। পরীক্ষার্থীরা westbengalssc.com ওয়েবসাইটে গিয়ে তাঁদের ফলাফল দেখতে পারবেন।
একাদশ-দ্বাদশের মতোই প্রাথমিক সমস্যা তৈরি হয়েছিল এ বারও। প্রাথমিক ভাবে ফলাফল বা ‘আনসার কি’ দেখা যাচ্ছিল না নির্দিষ্ট ওয়েবসাইটে।কমিশন জানিয়েছিল, কিছু ক্ষণের মধ্যেই প্রার্থীরা তাদের ফল দেখতে পাবেন। কয়েক লক্ষ মানুষ একসঙ্গে ওয়েবসাইটে খুলে ফল দেখার চেষ্টা করছেন বলে এই সমস্যা হচ্ছে। রাত ৮টার পর থেকে অবশ্য দেখা যাচ্ছে ফলাফল।
আরও পড়ুন:
‘যোগ্য’ শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের অন্যতম নেতা চিন্ময় মণ্ডল একাদশ দ্বাদশ ও নবম দশম উভয় পরীক্ষা দিয়েছিলেন। একাদশ-দ্বাদশের কাট অফ মার্কসের না পৌঁছানোর জন্য ইন্টারভিউ ডাক পাননি তিনি। তাকিয়ে ছিলেন শুধু নবম দশমের ফলাফলের দিকে।
চিন্ময় বলেন, “আমরা যারা ‘যোগ্য’ হয়েও একাদশ-দ্বাদশে ডাক পাইনি, তাদের কাছে ভরসা শুধু এই নবম দশম। এখানেও যদি ডাক না পাই তাহলে আমাদের সামনে অন্ধকার জীবন। এটা শুধু লিখিত পরীক্ষার ফলাফল। আমরা বুঝতেও পারবো না কত পেয়েছি। দ্রুত ভেরিফিকেশন এর প্রাথমিক তালিকা প্রকাশ করা হোক আমরা চাই।“
এসএসসি-র তরফে জানানো হয়েছে, শিক্ষক নিয়োগে মোট শূন্যপদ ৩৫ হাজার ৭২৬ জন। তার মধ্যে উচ্চ মাধ্যমিক স্তরে শূন্য পদের সংখ্যা ১২ হাজার ৫১৪। নবম-দশম-এ শূন্যপদ ২৩ হাজার ২১২টি। পরীক্ষায় বসেছেন ২ লক্ষ ৯৩ হাজার ১৯২ জন।
নিয়োগ প্রক্রিয়া যাতে দ্রুত শেষ করা যায়, সে জন্য ১০০টি শূন্যপদের জন্য ডাক পাবেন ১৬০ জন চাকরিপ্রার্থী। এর ফলে ৩৫ হাজার ৭২৬ টি শূন্যপদের জন্য ডাক পাবেন ৬০ হাজার চাকরিপ্রার্থী। এর আগে পর্যন্ত ডাকা হত ১:৪ অনুপাতে।