কবে হবে চূড়ান্ত নিয়োগ? প্রশ্ন তুলে বিকাশ ভবন অভিযান শুরু করলেন উচ্চ প্রাথমিকে নিয়োগের অপেক্ষায় থাকা প্রার্থীরা। এখনও ১২৪১ জন প্রার্থী শিক্ষা দফতরের তরফে সবুজ সঙ্কেতের অপেক্ষায় রয়েছেন। তাঁদের অভিযোগ, মাসের পর মাস কেটে গেলেও হেলদোল নেই দফতরের। তাই তাঁরা আন্দোলনের পথ থেকে সরে যাওয়ার উপায় খুঁজে পাচ্ছেন না।
সোমবার, সপ্তাহের প্রথম কাজের দিনে বিধাননগরে জড়ো হন উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীরা। বিকাশ ভবনের দিকে যাত্রা শুরু করতেই করুণাময়ী থেকে কয়েক জনকে আটক করে পুলিশ। পরে মিছিল এগিয়ে গেলে, ময়ূখ ভবনের কাছে তাঁদের আটকে দেওয়া হয়। সেখানেই বিক্ষোভ দেখাতে শুরু করেন আন্দোলনকারীরা। স্থির হয়, কয়েক জন প্রতিনিধি গিয়ে বিকাশ ভবনে স্মারকলিপি জমা দেবেন।
আরও পড়ুন:
এর আগেই কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিল, ২০ নভেম্বর ২০২৫-এর মধ্যে ১২৪১ জন প্রার্থীর নিয়োগ সম্পন্ন করতে হবে রাজ্যকে। কিন্তু স্কুল সার্ভিস কমিশন শেষ পর্যায়ে নিয়োগ এখন শেষ করেনি। কবে হবে বাকি ১২৪১ জনের নিয়োগ? এ প্রশ্ন তুলেই বিকাশ ভবন অভিযানের ডাক দিয়েছিলেন চাকরিপ্রার্থীরা।
পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চের নেতা সুশান্ত ঘোষ বলেন, “২০২৪-এর অগস্টে আদালত নির্দেশ দিয়েছিল, তার পর প্রায় ১৪ মাস অতিক্রান্ত। এখনও সম্পূর্ণ নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন হল না। দীর্ঘ দিন অপেক্ষা করছেন চাকরিপ্রার্থীরা। কত দিনের মধ্যে সরকার এই বাকিদের নিয়োগ করবে, তা পরিষ্কার জানাতে হবে। জবাব চাইতেই আমরা বিকাশ ভবন অভিযান করছি।”
গত আট দফায় মোট ১২,৭২৩ জনের কাউন্সেলিং হয়েছে। হাই কোর্টে এ সংক্রান্ত মামলার পরবর্তী শুনানি রয়েছে ২৭ নভেম্বর। গত জুলাইয়ে অষ্টম দফার কাউন্সেলিং হয়েছিল। কিন্তু তার পর আর বিজ্ঞপ্তি প্রকাশ করেনি স্কুল সার্ভিস কমিশন। দীর্ঘ দিন পরও এ প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় আদালত অবমাননার মামলা করেন চাকরিপ্রার্থীরা।