জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে রয়েছে স্নাতক পড়ার সুযোগ। প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের জন্য এই ভর্তি।
বিদেশি ভাষায় স্নাতক এবং আয়ুর্বেদ বায়োলজিতে ব্যাচেলর অফ সায়েন্স কোর্সে ভর্তি হতে পারবেন আগ্রহীরা। পার্সি, জাপানি, ফ্রেঞ্চ, কোরিয়ান, রাশিয়ান, স্প্যানিশ, আরবি, চাইনিজ়, জার্মান-সহ নানা বিদেশি ভাষা নিয়ে পড়াশোনার সুযোগ রয়েছে। তবে, ভর্তি হওয়ার জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ৪৫ শতাংশ নম্বর-সহ দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হতে হবে।
বিশেষ প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলেই ভর্তি হওয়া যাবে। কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট (কুয়েট ইউজি) উত্তীর্ণ হতে হয়। প্রবেশিকায় বসার আগে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। সে জন্য ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)-র ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে কুয়েট ইউজি ভর্তির আবেদন প্রক্রিয়ায় যাওয়া প্রয়োজন। এর পর অনলাইনে প্রয়োজনীয় তথ্য পূরণ করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ৩১ জানুয়ারি আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। পরীক্ষা হবে ২০২৬-এর মার্চ মাসে। দেশের ২৯২টি এবং বিদেশের ১৬টি শহরে ওই পরীক্ষা হতে চলেছে। এর মধ্যে রাজ্যের ১৩টি শহরে পরীক্ষাকেন্দ্র থাকছে। কম্পিউটার বেসড টেস্ট-এর মাধ্যমে পরীক্ষা দেওয়ার সুযোগ থাকছে।