Advertisement
০২ মে ২০২৪
Joint Entrance Exam

জয়েন্ট এন্ট্রান্সের মেন পরীক্ষা দিয়েছেন? দ্বিতীয় পত্রের ফলপ্রকাশ

ব্যাচেলর অফ আর্কিটেকচার (বিএআরসিএইচ) এবং ব্যাচেলর অফ প্ল্যানিং (বিপ্ল্যান)-এ প্রবেশিকা পরীক্ষার দ্বিতীয় পত্রের ফলাফল প্রকাশিত হয়েছে।

প্রকাশিত হয়েছে ফলাফল।

প্রকাশিত হয়েছে ফলাফল। প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৩ ১৪:৫৩
Share: Save:

জয়েন্ট এন্ট্রান্স এগজামিনেশন (জেইই) মেনের ২০২৩ বর্ষের প্রথম সেশনের ফলাফল প্রকাশিত হয়েছে। ব্যাচেলর অফ আর্কিটেকচার (বিএআরসিএইচ) এবং ব্যাচেলর অফ প্ল্যানিং (বিপ্ল্যান)-এ প্রবেশিকা পরীক্ষার দ্বিতীয় পত্রের ফলাফল প্রকাশিত হয়েছে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছে ফল।

ফলাফল দেখার জন্য প্রথমে https://jeemain.nta.nic.in/ এই ওয়েবসাইটে যেতে হবে।

হোমপেজ থেকে ‘জেইই মেন ২০২৩ পেপার ২ রেজাল্ট’ লেখাটির উপর ক্লিক করতে হবে।

প্রয়োজনীয় তথ্য পূরণ করে লগ ইন করতে হবে।

এর পরেই ফলাফল দেখতে পেয়ে যাবেন পরীক্ষার্থীরা।

পরবর্তী প্রয়োজনের জন্য ফলাফল ডাউনলোড করে প্রিন্ট আউট নিয়ে রাখতে পারেন।

দ্বাদশ শ্রেণি পাশের পর স্বীকৃত প্রতিষ্ঠানে ব্যাচেলর অফ আর্কিটেকচার (বিএআরসিএইচ) এবং ব্যাচেলর অফ প্ল্যানিং (বিপ্ল্যান) কোর্সে যে সমস্ত শিক্ষার্থী ভর্তি হতে চান, তাঁদের জেইই উত্তীর্ণ হতে হয়।

এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে এই ওয়েবসাইটটি দেখুন: https://jeemain.nta.nic.in/।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE